১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মীরে অবস্থান ধরে রেখেছে বিজেপি, উত্থান-পতন সাবেক ক্ষমতাসীনদের

মাহবুবা মুফতি, নরেন্দ্র মোদি ও ফারুক আব্দুল্লাহ - ছবি: সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরে নির্বাচনী ফলাফলে দু’টি প্রতিদ্বন্দ্বী দলে বড় উত্থান-পতন ঘটেছে। তবে অবস্থান ধরে রেখেছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি।

বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুযায়ী রাজ্যটির ছয়টি লোকসভা আসনের মধ্যে তিনটি পেয়েছে বিজেপি। বড় মার খেয়েছে রাজ্যটির সর্বশেষ ক্ষমতায় থাকা মাহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি- পিডিপি। তারা একটি আসনও পায়নি। তবে উঠে এসেছে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স- এনসি।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল তিনটি আসন আর পিডিপির ছিল তিনটি। এবার তিনটি আসন গেছে এনসির ঘরে।

সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি হেরে গেলেও ক্যারিয়ারে চতুর্থ জয় পেয়েছেন আরেক সাবেক মুখ্যমন্ত্রী ৮৩ বছর বয়সী ওমর আব্দুল্লাহ। হেরে গেছেন কংগ্রেসের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ।

জম্মু ও উধমপুরে কংগ্রেসের সমর্থনে কোনো প্রার্থী দেয়নি পিপিপি ও এনসি। কিন্তু তারপরও রাজ্যটিতে কোনো আসন লাভ করতে পারেনি কেন্দ্রীয় ভারতের সবচেয়ে পুরনো দল কংগ্রেস। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement