২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী : মোদি

এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী : মোদি - সংগৃহীত

ভারতের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় বিজেপি তথা এনডিএ। সপ্তদশ লোকসভা ভোটের ফল স্পষ্ট হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্ধ্যা পর্যন্ত ফলাফল কার্যত স্পষ্ট, আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে সরকার গঠন করছে বিজেপি। বিজেপি একক ভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেয়ে যাচ্ছে।

মোদি যদিও আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছন, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরিক দলকে সরকার গঠন করবেন তিনি। অন্য দিকে সরকার গঠনের চিত্র স্পষ্ট হতেই এ বার মন্ত্রিসভার জল্পনাও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে। এখানে মোদি এবং বিজেপির সভাপতি অমিত শাহের বক্তব্য তুলে ধরা হলো আনন্দবাজার পত্রিকা থেকে।

নরেন্দ্র মোদির বক্তব্য

• কখনো কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন

• তৃতীয়ত, আমার সময় শুধু এবং শুধুই দেশবাসীর জন্য

• দ্বিতীয়ত, দেশবাসী, আপনারা আমাকে যে বিরাট দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি বলব, আমার জন্য আমি কিছুই করব না

• কাজ করতে করতে ভুল হতে পারে, কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করব না

• আমি দেশবাসীকে আজ অবশ্যই বলব, এটা আমার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি মনে করুন, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আগামী দিনে আমি খারাপ উদ্দেশ্যে, খারাপ মনোভাব নিয়ে কোনো কাজ করব না

• আমি আজ বলতে চাই, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করব

• দেশের জনসাধারণ আমাদের উপর আস্থা রেখেছন, তাই আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল

• আপনাদের আশা-আকাঙ্ক্ষার গুরুত্ব আমি বুঝি

• আপনারা এই ভিখারির ঝুলি তো ভর্তি করে দিয়েছেন, কিন্তু আপনাদের আশা-আকাঙ্খার সঙ্গে আমি সব সময় থাকব

• তাই এই সময় দেশবাসীকে আমি একটা কথা বলতে চাই

• দেশ আমাদের অনেক কিছু দিয়েছে

• গণতন্ত্র, সংবিধানের মর্যাদা আমরা রক্ষা করব

• সামনের দিকে তাকিয়ে চলতে হবে আমাদের

• আমাদের গরিবদের সামান্য সামান্য চাহিদা পূরণ করতে হবে

• ২০১৯ থেকে ২০১৪, এই সময়টা স্বাধীনতা সংগ্রামে শহিদদের সম্মান জানানোর উপযুক্ত সময়

• গান্ধীজির ১৫০ আর স্বাধীনতার ৭৫ বছর, ২০২২ সালই সম্মান জানানোর উপযুক্ত সময়

• একবার মনে করুন, এটাই উপযুক্ত সময় মহাত্মা গান্ধীজিকে সম্মান জানানোর উপযুক্ত সময়

• এই দুই পক্ষের হাতই শক্ত করতে হবে

• এই দেশে এখন দু’টি জাতি, গরিবি থেকে যাঁরা মুক্তি পেতে চান, এবং গরিবি থেকে মুক্তি দিতে চান

• এই জাত-পাতের রাজনীতির কারবারীদের উচিত শিক্ষা দিয়েছে

• সরকার আসবে যাবে, কিন্তু ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসী এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে

• বন্ধুরা, এই ভোট একবিংশ শতাব্দীর সামাজিক ও রাজনৈতিক জীবনের জন্য

• এটাই প্রথম কোনো রাজনৈতিক দল, যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার পরও কোনো দুর্নীতির অভিযোগ নেই

• একটাও বিরোধী দল অভিযোগ করেনি দুর্নীতির বিরুদ্ধে

• এ বারের ভোটে একটাও রাজনৈতিক দল সেকুলারিজমের পক্ষ নিয়ে ভোটে লড়েনি

• কিন্তু এ বার ভোট দিয়ে তারা বুঝেছেন, ভোট সঠিক জায়গায় গিয়েছে

• বন্ধুরা, এই জয় সেই সব মধ্যবিত্ত পরিবারের, যারা দেশের জন্য কর দিয়েছেন, কিন্তু পাঁচ বছর আগে পর্যন্ত সম্মান পাননি

• এটা একবিংশ শতাব্দীর ভারতবর্ষ, সেই শতাব্দীর কথা মাথায় রেখেই এগিয়ে যেতে হবে

• গতকাল আমাকে বলেছেন অমিত শাহ, দেখিয়েছেন, সময় করে দেখব

• আমি ভোটপ্রচারে ব্যস্ত থাকায় নির্বাচনী কাজকর্ম দেখতে পারিনি

• কিন্তু সেই দুই থেকে আমরা দু’বার ক্ষমতায় এসে গিয়েছি

• বিজেপির বিশেষত্ব এটাই যে, আমরা কখনো দু’জন ছিলাম, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি

• ভারতীয় জনতা পার্টির এই কর্মকর্তাদের কোটি কোটি ধন্যবাদ প্রাপ্য

• কোটি কোটি কর্মকর্তার মনে শুধু একটাই ভাবনা, ‘ভারত মাতা কি জয়’

• ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মকর্তাদের পরিশ্রম, গর্ব হয় যে এমন দলে আছি, যেখানে এই রকম কর্মী রয়েছেন

• তাদের আমি আশ্বস্ত করি, সবার সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব

• ভারতের সংবিধানের প্রতি সমর্পিত ও ঐক্যের প্রতি সমর্পিত লোকজনের এই জয়

• যে সব বিধানসভায় প্রতিনিধিরা জয়ী হয়ে এসেছেন, তাঁদেরও সবাইকে আমি অভিনন্দন জানাই

• দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত বিজয়ী প্রার্থী কাজ করবেন

• আমি বিজেপির সব কর্মকর্তাদের, এনডিএর কর্মীদের ধন্যবাদ জানাই

• সেই কারণেই কেউ যদি জয়ী হয়ে থাকে, তাহলে জয়ী হয়েছে ভারতবর্ষ, জয়ী হয়েছে দেশবাসী

• কিন্তু আজ আমার ভাবনা স্পষ্ট করে দিয়ছে জনতা

• যাদের চোখ-কান বন্ধ ছিল, তাদের ভাষা বোঝা আমার পক্ষে কঠিন ছিল

• এই ভোট কোনো প্রার্থী, কোনো নেতা লড়ছে না, দেশের আম জনতা লড়ছে

• দেশের সামান্য নাগরিকের ভাবনাও ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কারণ হয়ে দাঁড়িয়েছে

• আমি সব সময় হস্তিনাপুরের পক্ষে দাঁড়িয়ে ছিলাম

• নির্বাচন কমিশন, সুরক্ষা বাহিনী এবং যাঁরা যাঁরা ভোটের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে ধন্যবাদ

• গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্রের জন্য মৃত্যু বরণ করা, আগামী প্রজন্মকে প্রেরণা দেবে

• গণতন্ত্রের এই উৎসবে, গণতন্ত্রের জন্য যে সব মানুষ প্রাণ দিয়েছেন, যে সব মানুষ আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি

• গণতন্ত্রের প্রতি ভারতবাসীর দায়দায়িত্ব সারা বিশ্বকে স্বীকার করতে হবে

• এই দেশবাসীকে আমি প্রণাম করি

• আজ এই ফকিরের ঝোলা পূর্ণ করে দিয়েছে দেশবাসী

• ভারতীয় জনতা পার্টির পরিশ্রমী অধ্যক্ষ অমিত শাহ, দলের সব বরিষ্ঠ নেতা-কর্মীরা

অমিত শাহের বক্তব্য

• স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ সংকল্প আমাদের দিয়েছেন

• আপনি এগিয়ে আসুন, দেশকে নেতৃত্ব দিন

• আপনাদের সবার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই এবং আহ্বান জানাতে চাই

• যে সব কর্মকর্তা এখানে এসেছেন, তাঁদেরকেও ধন্যবাদ দিতে চাই, আপনাদের পরিশ্রমেই বিজেপির এই বিপুল সাফল্য

• আজ বিজয়ের এই শুভক্ষণে, পশ্চিমবঙ্গে গত দু’বছর ধরে আমাদের ৮০-৯০ জন কর্মকর্তা আপ্রাণ পরিশ্রম করেছেন, দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানাই

• নদী, রেল, রাস্তা থেকে সর্বত্র উন্নয়নের কাজ করেছে

• সাত কোটি গরিবের জীবনধারা পাল্টানোর কাজ করেছেন, তার সুফল মিলেছে

• পাঁচ বছর ধরে মোদি দেশের সম্মান বাড়ানোর কাজ করেছে

• এই যে বিপক্ষের পরাজয় এবং বিজেপির জয় হয়েছে, তা টুকরো টুকরো গ্যাংয়ের একজোট হওয়ার বিরুদ্ধে নরেন্দ্র মোদির বিচারধারার জয়

• পাঁচটা বিধানসভার মধ্যেও চারটেতে জিতেছে বিজেপি

• পশ্চিমবঙ্গে এত অত্যাচার, রিগিংয়ের পরেও বিজেপি জিতেছে

• ওড়িশায় নবীন পট্টনায়কের জয় হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই

• ওয়াইএসআরসিপি নেতা জগনমোহন রেড্ডিকে ধন্যবাদ জানাই

• চন্দ্রবাবুকে বলব, এই পরিশ্রম যদি আপনি ভোটের জন্য করতেন, তাহলে হয়তো খাতা খুলে যেত

• ২১ পারিবারিক দল দিল্লিতে একজোট হওয়ার চেষ্টা করেছিল

• আজ যখন ফল এল, তখন ভারতীয় জনতা পার্টির পক্ষেই এল

• উত্তরপ্রদেশের কথা বলব, অখিলেশ-মায়াবতী যখন এক হয়ে গেল, তখনও আমরা সে রাজ্যে ৬০টি আসন পেয়েছি

• মোদির বিপুল জনপ্রিয়তা আর কর্মীদের কঠোর পরিশ্রমে এই সব জাতিবাদ ও পরিবারবাদ শেষ করতে সফল হয়েছেন মোদী

• ৫০ বছর ধরে কংগ্রেস পরিবার রাজ চালিয়ে যাচ্ছিল

• বহু রাজ্যে কংগ্রেস খাতাই খুলতে পারেনি

• বিজেপি এই বিপুল জয় পেয়েছে, অন্যদিকে হারের মুখ দেখতে হয়েছে কংগ্রেসকে

• অরুণাচল, হিমাচল, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে ৫০ শতাংশেরও বেশি আসন মিলেছে

• কিন্তু আমি আজ বলছি, তার চেয়েও বেশি লড়াই করেছেন কর্মীরা

• যখন মহাজোটের কথা হচ্ছিল, আমি দলের কর্মীদের বলেছিলাম, লড়াই করতে

• এই জয়ের কারিগর আমাদের সবার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

• বিভিন্ন কারণে এটা ঐতিহাসিক জয়, ৫০ বছর বাদে দেশে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনও দল সরকার গঠন করতে যাচ্ছে

• মোদিজি বিপুল জনসমর্থনের মধ্যে দিয়ে যে সারা দেশে প্রচার করেছেন তার সাফল্য মিলেছে

• এই পাঁচ বছরে ২৮ কোটি মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করেছে সরকার

• এই জয় ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

• এই জয় দেশবাসীর জয়, ভারতের কোনায় কোনায় কাজ করা লাখ লাখ বিজেপি কর্মীর

• এই ঐতিহাসিক বিজয়ের জন্য বিজেপির পক্ষ থেকে ১২৫ কোটি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই

• স্বাধীনতার পর দেশে সবচেয়ে বড় জয় আজ পেয়েছেন নরেন্দ্র মোদি

• দেশের সব রাজ্যের পার্টি অফিসে আগত কর্মী এবং দেশবাসীকে আমার প্রণাম

• আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা ধন্যবাদ জানাই।

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল