২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

উত্তর প্রদেশে ধাক্কা খেলো বিজেপি

উত্তর প্রদেশে ধাক্কা খেলো বিজেপি - সংগৃহীত

উত্তরপ্রদেশে মৃদু ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজ্যে এর আগের নির্বাচনে তারা ৭১টি আসনের বিজয়ী হলেও এবার পেয়েছে মাত্র ৫৯টি আসন। এছাড়া বিএসপি ও এসপি জোট পেয়েছে ১৯টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন। এখানে মোট ৮০টি লোকসভা আসন রয়েছে এই রাজ্যে। উত্তরপ্রদেশে সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়।

রাজ্যের ৮০টি কেন্দ্রের মধ্যে রয়েছে, গাজিয়াবাদ, বুলন্দশহর, মুজফ্ফরনগর, বারাণসী, মইনপুরী, রায়বরেলি, মথুরা, হাথ্রাস, গোরক্ষপুর, উন্নাও, ফুলপুর, পিলভিট, আগ্রা, জালাউঁ, আলিগড়, ফৈজাবাদ, গৌতমবুদ্ধনগর, আকবরপুর, লখনউ, হামিরপুর, দেওরিয়া, বরেলি, মহারাজগঞ্জ, কইরানা, শাজাহানপুর, সালেমপুর, মেরঠ, কানপুর, মির্জাপুর, বড়বাঁকি, বাঘপেট, বিজনৌর, ইটাহ, রবার্টসগঞ্জ, ঝাঁসি, বসঁগাঁও, ফতেহপুর, সুলতানপুর, ফতেহপুর সিক্রি, ইটাওয়া, মছলিশহর, প্রতাপগড়, বদাউঁ, গোন্দা, আমরোহা, ভাদোহি, চান্দৌলি, ফারুক্কাবাদ, জৌনপুর, ঘোসি, মহালনগঞ্জ, বালিয়া, আম্বেদকরনগর, আনোলা, ধৌরাহা, বান্দা, ফিরোজাবাদ, খেরি, আমেঠি, দোমরিয়াগঞ্জ, সন্ত কবীর নগর, বাহারাইচ, নাগিনা, মোরাদাবাদ, মিসরিখ, সরস্বতী, খুশি নগর, হারদোই, কইসরগঞ্জ, সাহারানপুর, আমজমগড়, লালগঞ্জ, প্রয়াগরাজ, সীতাপুর, কৌসাম্বি, বস্তি, গাজিপুর, রামপুর, কনৌজ, সম্বল।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৪২.৬৩ শতাংশ ভোট পেয়ে ৭১টি আসনে জিতেছিল বিজেপি। দুটি কেন্দ্রে জয় পায় বিজেপির শরিক আপনা দল। ২২.৩৫ শতাংশ ভোট পেয়ে পাঁচটি আসন পায় সমাজবাদি পার্টি। ১৯.৭৭ শতাংশ ভোট পেলেও একটি আসনেও জিততে পারে নি বহুজন সমাজ পার্টি। ১৭.৫৩ শতাংশ ভোট পেয়ে দুটি আসনে জয়লাভ করে কংগ্রেস।

উত্তরপ্রদেশের ৮০টি আসনে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের জোট হওয়ায় কঠিন লড়াইয়ের মুখে বিজেপি। জোট এবং বিজেপি, দুই পক্ষেরই ভোট কাটতে পারে কংগ্রেস। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের এবার ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে সমাজবাদি পার্টি, ৩৮ আসনে প্রার্থী দিয়েছে বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোকদল তিন আসনে তাদের প্রার্থী দিয়েছে। রায়বরেলি এবং আমেঠি আসনদুটি কংগ্রেস ছেড়ে দিয়েছে জোট।


আরো সংবাদ



premium cement