২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জনসভার মঞ্চে উঠে নেতাকে থাপ্পড়

ভিডিও থেকে নেয়া ছবি - সংগৃহীত

ভারতের গুজরাটের জাতীয় নির্বাচনের সমাবেশে বক্তৃতা করার সময় এক কংগ্রেস নেতাকে থাপ্পর দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। গুজরাটের সুরেন্দ্রনগরে প্রকাশ্য জনসভায় আক্রমণের শিকার নেতার নাম হার্দিক পটেল। ঘটনার সময় বক্তৃতা করছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া পাটিদার আন্দোলনের এই নেতা। বিজেপির মদতেই এই হামলা চলেছে বলে অভিযোগ করেছেন হার্দিক।

ঘটনার সময় গুজরাটের সুরেন্দ্রনগরে কংগ্রেস আয়োজিত জন আক্রোশ সভায় বক্তৃতা করছিলেন হার্দিক পটেল। সেই সময় এক ব্যক্তি পিছন থেকে স্টেজে উঠে তার পাশে চলে যান। এর পরই সজোরে হার্দিককে থাপ্পড় মারেন এই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

পুরো ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন হার্দিক। তার অভিযোগ, ‘এই হামলার পিছনে বিজেপির হাত রয়েছে, তা অত্যন্ত স্পষ্ট। না হলে আমার মতের সঙ্গে অমিল হলে তিনি আলোচনায় বসতে চাইতেন বা কালো পতাকা দেখাতে পারতেন; কিন্তু তা না করে আমাকে আক্রমণ করা হল, এটাই বিজেপির উদ্দেশ্য।’
একই সঙ্গে হার্দিক জানিয়েছেন, তাকে মারধর করে বিজেপি বিরোধিতার রাস্তা থেকে সরানো যাবে না। ঘটনায় পর স্থানীয় মানুষদের কাছে হামলাকারীকে ছেড়ে দেওয়ার আবেদনও করেছেন তিনি, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন হার্দিক।

২০১৫ সালে গুজরাটে পাটিদার আন্দোলনের সময় হার্দিক পটেলের অন্যতম সঙ্গী দীনেশ বম্ভানিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যত দিন হার্দিক পাটিদারদের নেতা ছিলেন, তত দিন তাকে কেউ স্পর্শ করার সাহস করত না; কিন্তু হার্দিক কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ক্ষুব্ধ পাটিদার সম্প্রদায়ের মানুষ। পাটিদাররা এখন মনে করে, নিজের রাজনৈতিক সুবিধার জন্যই এই আন্দোলন করেছিল হার্দিক। সেই ক্ষোভ থেকেও এই হামলা হতে পারে।’

গতকালও বিক্ষোভের আঁচ টের পেয়েছিলেন হার্দিক। গুজরাটের মাহিসাগর জেলায় হার্দিকের হেলিকপ্টার নিজের জমিতে নামতে দেননি এক কৃষক। সেই কৃষকেরও অভিযোগ ছিল, পাটিদার আন্দোলনের নিহতদের রক্তের উপর দাঁড়িয়ে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করেছেন হার্দিক। বাধ্য হয়ে গতকাল আমদাবাদ থেকে ১০০ কিলোমিটার পথ গাড়িতে যেতে হয় হার্দিককে।

২০১৫ সালে পাটিদার সম্প্রদায়ের মানুষদের জন্য কোটা সংরক্ষণ চেয়ে গুজরাট স্তব্ধ করে দিয়েছিলেন ২৫ বছরের এই তরুণ নেতা। যদিও গত মাসে কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ক্ষুব্ধ এই সম্প্রদায়ের একাংশ। সূত্র: আনন্দবাজার


আরো সংবাদ



premium cement