২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আমরা যুদ্ধ চাই না, কিন্তু পাল্টা আঘাত করতে প্রস্তুত : পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনীর আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর - সংগৃহীত

‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভারত যদি হামলা করে তবে তার যথাযথ জবাব দিতে আমরা প্রস্তুত আছি।’ শুক্রবার এই ঘোষণা দেয় পাকিস্তানের সেনাবাহিনী। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪১ জনের অধিক ভারতীয় আধাসামরিক পুলিশ নিহত হওয়ার প্রেক্ষিতে নয়া দিল্লী ও ইসলামাবাদের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হল।

সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলার পর কোনো ধরণের তদন্ত ছাড়াই ভারত খুব দ্রুতই এর দায়ভার পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দেয়। পাশাপাশি ১৯৪৭ সালে দেশভাগের বাস্তবতাও মেনে নেয়নি।

মেজর জেনারেল আসিফ গফুর বলেন,‘হামলার ঠিক পরপরই কোনো ধরণের চিন্তা ভাবনা ও তথ্য-প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দোষারোপ করা শুরু করে। যাইহোক, পাকিস্তান এইবার তাদের (ভারতের) অভিযোগের জবাব দেয়ার আগে সময় নিয়েছে। কাশ্মিরে আত্মঘাতী হামলার পর পাকিস্তান এই ঘটনার ওপর নজরদারি করেছে এবং তারপরই নয়া দিল্লীর অভিযোগের জবাব দিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে যে প্রস্তাব দেয়া হয়েছে, তা অতীতে কখনোই নয়া দিল্লীকে দেয়া হয়নি। এটা নতুন পাকিস্তান।’

তিনি আরো বলেন,‘সন্ত্রাস ও উগ্রপন্থা ব্যবহার করে ভারত সব সময়ই পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। দেশটি ১৯৬৫ সালেও পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। বেশ আত্মত্যাগের পর পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং কষ্ট সত্ত্বেও আমরা উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।’

ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মেজর জেনারেল আসিফ গফুর বলেন,‘লাইন অব কন্ট্রোল(কাশ্মিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা) পার হওয়ার পর ভারত অধিকৃত কাশ্মির অংশে দেশটির সেনাবাহিনীর বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে। আর কাশ্মিরের যেখানে এই হামলার ঘটনা ঘটেছে তা সীমান্ত থেকে অনেক ভিতরে অবস্থিত। তো ভারতীয় সেনাবাহিনীর অজ্ঞাতে পাকিস্তান থেকে প্রবেশ করে সেখানে হামলা চালানো কিভাবে সম্ভব?’

তিনি আরো বলেন,‘এ বিষয়ে ভারতের উচিত তাদের নিজেদের নিরাপত্তা বাহিনীকে প্রশ্ন করা। গত ৭০ বছর ধরে তারা (ভারতীয় নিরাপত্তাবাহিনী) লাইন অব কন্ট্রোলে(কাশ্মির সীমান্তে) বসে আছে। এটা তাদের গোয়েন্দাদের ব্যর্থতা।’

মেজর জেনারেল আসিফ গফুর হুশিয়ারি উচ্চারণ করে বলেন,‘আমরা যুদ্ধে জড়াতে চাইনা। কিন্তু আমি আবারো বলতে চাই যে, ভারত যদি হামলা করে, তবে আমরা বিস্মিত হবো না। আমরা ভারতকে বিস্মিত করে দেবো। আমি আশা করি তারা আমাদের এই বার্তা বুঝতে সক্ষম হবে এবং পাকিস্তানের সাথে শক্তিপরীক্ষা করতে আসবে না।’

তিনি আরো বলেন,‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের অভিযোগের জবাব দিয়েছেন। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর জবাবটা কিন্তু ভয়াবহ হবে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে পাকিস্তানের শান্তি প্রস্তাব গ্রহণ করবে ভারত। আর তা না হলে শেষ নিশ্বাস থাকা পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটি রক্ষা করবে।’


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল