২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গুপ্তচর নিয়ে পাকিস্তান-ভারত লড়াই

কুলভূষণ সুধির যাদব - সংগৃহীত

গুপ্তচর ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান আইনি লড়াই। এই আইনি লড়াই এমন এক সময় শুরু হচ্ছে, যখন কাশ্মিরে ভারতের আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলার ঘটনায় দুই বৈরী প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চলছে।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তানে ২০১৬ সালের মার্চে গ্রেফতার হন ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধির যাদব। ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত তাকে ‘গুপ্তচরবৃত্তি, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতের দাবি, যাদব গুপ্তচর নন। তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। 

জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে নয়াদিল্লি যাদবকে দেয়া দণ্ড বাতিলের আবেদন জানিয়েছে। ভারতের অভিযোগ, ইসলামাবাদ ভিয়েনা মানবাধিকারও লঙ্ঘন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিরোধ মেটাতে আইসিজে গঠন করা হয়।

যাদবকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়ার পর আইসিজের দ্বারস্থ হয় নয়াদিল্লি। আবেদনের পরপরই এই আদালত যাদবের দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেন। তবে মামলার শুনানি অপেক্ষমাণ রাখেন। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে শুনানি। প্রথম দিনে নয়াদিল্লির আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পরদিন, মঙ্গলবার ইসলামাবাদের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। তবে এ মামলায় আইসিজে আরো কয়েক মাস পর সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : মিরর 

পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের
এনডিটিভি ও হিন্দুস্থান টাইমস 

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশ পাকিস্তানের সব ধরনের পণ্যের আমদানি শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করেছে ভারত। শনিবার সন্ধ্যায় এক টুইটে এ সিদ্ধান্তের কথা জানান ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। টুইটে তিনি বলেন, ‘‘পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানকে দেয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’র (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। প্রত্যাহারের পর পাকিস্তান থেকে ভারতে আমদানি করা সব ধরনের পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে।’’

দুই দেশের মধ্যে বৈষম্যহীন বাণিজ্যের জন্য বাণিজ্য অংশীদারদের এমএফএন সুবিধা দেয়া হয়। ১৯৯৬ সালে পাকিস্তানকে এই মর্যাদা দিয়েছিল ভারত।
পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট চলার সময় এই সুবিধা প্রত্যাহার করে নেয়ায় দেশটি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছে ভারতীয় সরকার। তবে দুই দেশের দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ২০০ কোটি ডলারের কাছাকাছি হওয়ায় এই পদক্ষেপ অনেকটা প্রতীকী। ভারত পাকিস্তান থেকে প্রধানত ফল, সিমেন্ট, চামড়া, রাসায়নিক ও মসলা আমদানি করে এবং দেশটিতে সুতিবস্ত্র, রঙ, রাসায়নিক, সবজি, লোহা ও ইস্পাত রফতানি করে থাকে। 

বন্ধ হচ্ছে চা রফতানি
পাকিস্তানের কাছে চা রফতানি বন্ধের উদ্যোগ নিয়েছে ভারতের চা রফতানিকারক সংগঠন। কেন্দ্রীয় সরকারের কাছে লেখা চিঠিতে রফতানি বন্ধের প্রস্তাব পাঠিয়েছে তারা। সংগঠনের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশের স্বার্থ বিবেচনা করে বাণিজ্যিক ক্ষতি মেনে নিতে তাদের কোনো আপত্তি নেই। 

গত বৃহস্পতিবার পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ জওয়ান। হামলার পর পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ দায় স্বীকার করে দেয়া বিবৃতিতে জানায়, তাদের হয়ে পুলওয়ামারই বাসিন্দা আদিল আহমদ দার ওই হামলা চালিয়েছে।


আরো সংবাদ



premium cement