২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যুদ্ধ বিমান প্রহরায় পাকিস্তানে মোহাম্মদ বিন সালমান

যুদ্ধ বিমান প্রহরায় পাকিস্তানে মোহাম্মদ বিন সালমান - এএফপি

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজনের মাঝে লাল গালিচা সংবর্ধনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি যুবরাজকে বহনকারী বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে।

সৌদির এই যুবরাজের দু'দিনের সফরকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নুর খান বিমান ঘাঁটিতে বিমান অবতরণের পর বিন সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ইমরান খান।


সৌদি অতিথিদের স্বাগত জানাতে বিমান ঘাঁটিতে উপস্থিত ছিলেন পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ও সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া।

সৌদির আকাশসীমায় যুবরাজের বিমান প্রবেশের পর পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৬ এবং থান্ডার জেট এফ-১৭ আকাশে নিরাপত্তা দেয়। পাক নৌবাহিনীর যুদ্ধবিমান প্রহরা দিয়ে নুর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায় যুবরাজের বিমানকে।

ঘাঁটিতে বন্দুকের ২১টি গুলি আকাশে ছুড়ে যুবরাজকে স্বাগত জানায় পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে পাকিস্তানের তথ্যমন্ত্রী পাওয়াদ চৌধুরী বলেন, যুবরাজ তার পরিবারের সঙ্গে যোগ দিতে (তার) নিজ দেশে আসছেন।

সৌদি যুবরাজের এ সফরের সঙ্গী হিসেবে রাজপরিবারের সদস্য, মন্ত্রী, ব্যবসায়ীসহ ২০০ সদস্যের উচ্চ প্রতিনিধি দল আগেই পাকিস্তানে পৌঁছেছে। ২০১৭ সালে সৌদির যুবরাজ হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করছেন বিন সালমান। তার সফর ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলাবাদ ও রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহর দুটির কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ ও আকাশে যে কোনো ধরনের বিমান এবং ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সোমবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর সোমবার দু'দিনের সফরে ভারতের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করবেন সৌদি যুবরাজ।

সৌদি এই যুবরাজের পাকিস্তান সফর শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেয় সৌদি আরব।

আরো পড়ুন : উত্তেজনার মধেই সৌদি যুবরাজ পাকিস্তানে
নয়া দিগন্ত অনলাইন ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৮

কাশ্মিরে ভারতীয় বাহিনীর ওপর আত্মঘাতি হামলার ঘটনায় উত্তেজনায় ফুঁসছে পুরো ভারত। এ ঘটনার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে দেশটি। পাকিস্তানের মাটিতে উগ্রাবাদী সংগঠনগুলো আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ ভারতের, যদিও পাকিস্তান বারবারই এই অভিযোগ প্রত্যাখান করেছে।

হামলার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কঠোর শিক্ষা দেয়ার অঙ্গীকার করেছেন। কূটনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থার পাশাপাশি সামরিক ব্যবস্থা নেয়ার দিকটিও রয়েছে বিবেচনায়। মোদি জরুরী বৈঠক করেছেন তার শীর্ষ কর্মকর্তাদের। শনিবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্ত এলাকায় বিশাল মহড়া দিয়েছে। এ নিয়ে এই মুহূর্তে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে।


কিন্তু  এসবের কোন প্রতিক্রিয়াই দেখাচ্ছে না পাকিস্তান। দেশটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে বিবৃতি বা বক্তব্য পাওয়া যাচ্ছে না। পাকিস্তান এখন ব্যস্ত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে আতিথিয়তা দিতে। দুই দিনের সরকারি সফরে পাকিস্তান রয়েছেন। এই সফরে সৌদি আরবের সাথে বিশাল অঙ্কের বাণিজ্য চুক্তি করবে পাকিস্তান। রোববার ইসলামাবাদে পা রেখেছেন এমবিএস। তার এই সফরে পাকিস্তানের সাথে বড় বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে।

দ্য ডন জানিয়েছে, নিকট অতীতে ১২০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করবে সৌদি আরব। যা এই সফরেই চূড়ান্ত হবে। দুই দেশের মধ্যে তেল পরিশোধন নিয়ে আট শ’ কোটি ডলারের আরেকটি চুক্তি হবে।

এছাড়া পানি, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, অর্থায়ন, অভ্যন্তরীণ নিরাপত্তা, গণমাধ্যম, সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে আরো কিছু প্রস্তাব উত্থাপন করা হবে সৌদি যুবরাজের সামনে।


সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে একান্ত বৈঠক করবেন সৌদি যুবরাজ। এছাড়া ইমরান খানের সাথে প্রতিনিধি দল নিয়েও বৈঠক করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট আরিফ আলভি ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সাথেও বৈঠক করবেন বিন সালমান।

বিভিন্ন ইস্যুতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হবে। ৪০ জন সৌদি শীর্ষ ব্যবসায়ী এসেছেন বিন সালমানের সফর সঙ্গী হিসেবে, তারা পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীদের সাথে পৃথক বৈঠক করবেন। সোমবার পাকিস্তান ত্যাগ করবেন তিনি। সফরকালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মানন নিশান-ই পাকিস্তান প্রদান করা হবে সৌদি যুবরাজকে।

দায়িত্ব নেবার পর সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের প্রথম পাকিস্তান সফর এটি। কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করে বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার দেশ সফরের। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই বিন সালমান এলেন পাকিস্তানে। কয়েক দশক ধরেই রিয়াদের সাথে ইসলামাবাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। দুটি দেশের মধ্যকার সম্পর্ক এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অবস্থানের জন্যও গুরুত্বপূর্ণ।

বিন সালমানের সফর উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের রাজকীয় নিরাপত্তা টিমের সদস্যরাও রয়েছেন এই সফরে। পাকিস্তানি বাহিনীর সাথে তারাও যৌথভাবে কাজ করছেন এই সফরকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে। সৌদি যুবরাজের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী কয়েকদিন আগে ৫টি ট্রাকে করে পাকিস্তানে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি!

সকল