২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন প্রিয়াঙ্কা

ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন প্রিয়াঙ্কা
ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন প্রিয়াঙ্কা - ছবি : সংগৃহীত

‌পুরোনো কংগ্রেস কর্মীরা তার মধ্যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুঁজে পাচ্ছেন। তার আগমনে দল যেন নতুনভাবে উদ্বুদ্ধ। সমাজের উচ্চবর্ণ তাকে ভাবছে আপনজন। তবে প্রিয়াঙ্কা গান্ধীর পাস-‌ফেল নির্ভর করছে নির্বাচনি ফলাফলে।

বিগত এক দশক ধরে দলের অন্দরে ব্যাপক চাহিদা ছিল প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে নামানোর। কিন্তু পারিবারিক কারণে তা হয়ে ওঠেনি। এখন ছেলেমেয়েরা অনেকটা বড় হয়েছে। মা সোনিয়া গান্ধী প্রায়শই অসুস্থ থাকছেন। বড় ভাই রাহুল গান্ধী দলের সভাপতির গুরু দায়িত্ব বহন করছেন। তাই রাজনীতির অমোঘ টান আর উপেক্ষা করতে পারেননি তিনি। তার শাড়ি, চওড়া হাসি, কব্জির ঘড়ি, কেশবিন্যাস, মঞ্চে বাচনভঙ্গি, এমনকি করজোড়ের কায়দা অনেককেই অতীতে ফিরিয়ে নিয়ে যায়। মনে করিয়ে দেয় ঠাকুরমা ইন্দিরা গান্ধীর কথা।

সম্প্রতি লখনউ শহরে প্রায় ২০ কিলোমিটার পথ জুড়ে ‘‌রোড-‌শো'-‌তে কয়েক দশক আগের প্রিয়দর্শিনীকে (‌‌ইন্দিরা গান্ধী)‌ চাক্ষুষ করল আম জনতা। জনসমুদ্র আছড়ে পড়েছে লখনউয়ের সড়কে। লখনউ বিমানবন্দর থেকে নেহরু ভবন, প্রদেশ কংগ্রেসের কার্যালয়ের দূরত্ব ২০ কিলোমিটার। এই পথ পার হতে বড়জোর মিনিট চল্লিশ সময় লাগে, প্রিয়াঙ্কার র‌্যালি সেই পথ পার হতে সময় নিয়েছে প্রায় ছয়‌ ঘণ্টা। পথের দু' ‌পাশ থেকে স্লোগান ভেসে আসছিল, ‘‌‘‌আ গ্যায়া বদলাওকি আঁধি, রাহুল সঙ্গ প্রিয়াঙ্কা গান্ধী।'‌'

‌রাহুল গান্ধী বলেছেন, ‘‌‘‌প্রিয়াঙ্কাকে সাধারণ সম্পাদকের দায়িত্বে আনা হয়েছে শুধু লোকসভা নির্বাচনে বিজেপি'‌কে পরাস্ত করার জন্যই নয়, উত্তরপ্রদেশে কংগ্রেসের মতাদর্শের মুখ্যমন্ত্রী চাই।'‌'‌ স্বভাবতই বাড়তি অক্সিজেন পেয়েছে কংগ্রেস। উজ্জীবিত কর্মীরা।

নানা মহলে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি সত্যিই কংগ্রেসের হারানো জমি ফিরিয়ে দিতে পারবেন? নিখুঁত জবাব মিলবে মাস দেড়-‌দুই পরে, নির্বাচনের ফল ঘোষণা হলে। তবে ইন্দিরা-সদৃশ চেহারা অথবা ইন্দিরার নাতনি বলেই রাজনীতিতে ‘মিরাকল' ঘটিয়ে ফেলবেন তিনি, এমনটা মনে করছেন না অনেকেই। অভিনেত্রী, তথা ভারতীয় জনতা পার্টির সাংসদ রূপা গাঙ্গুলী তাদের মধ্যে একজন।

তার মতে, ‘‌‘‌ওর স্বামীকেই বেশি মানুষ চেনেন। ওদের বিরুদ্ধে পারিবারিকভাবে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে, মানুষ সেসব জানেন। ডিজিটাল ইন্ডিয়ার যুগে সবাই সব খবর পায়। ইন্দিরা গান্ধীর সঙ্গে চেহারার মিল থাকলে রাজনীতির সঙ্গে কী সম্পর্ক। আগেকার দিনে অভিনেত্রীরা বিয়ের পর তাদের কদর কমে যাওয়ার ব্যাপার ছিল। তখন জনপ্রিয়তায় চেহারা গুরুত্ব পেতো। এখন শুধুমাত্র কারো মতো দেখতে বলেই রাজনীতিতে বাজিমাত করা যাবে, এমন ভাবার কোনো কারণ নেই৷ রাজনীতি এত সহজ নয়।'‌'‌

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মোট ৮০টি লোকসভা কেন্দ্র। পূর্বীয় উত্তরপ্রদেশে ৪০টি, পশ্চিমে ৪০টি। এই দুই ভাগের দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রিয়াঙ্কা যে অংশের দায়িত্ব পেয়েছেন,তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনি কেন্দ্র বারাণসি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোরখপুরের মতো কেন্দ্র।
একদা কংগ্রেসের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল রাজ্যের পূর্ব ভাগ। এখান থেকেই জয়ী হয়েছেন জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীরা। এ পর্যন্ত দেশের ৭ জন প্রধানমন্ত্রী এসেছেন এই রাজ্য থেকে। কিন্তু গত কয়েক দশকে সেই হিসেব বদলেছে। রাজ্যে এখন কংগ্রেসের গড় ভোট ১০ শতাংশে এসে ঠেকেছে। এমন একটা পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করাতে শুধুই গ্ল্যামার বা ইন্দিরার স্মৃতি উসকে দেওয়া যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে। প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং উপযুক্ত রণকৌশল।

কংগ্রেস নেতারা সংগঠন এবং উপযুক্ত রণকৌশলের কঠিন, কঠোর পরিধি মাড়াতে চাইছেন না। তারা ভরসা রাখছেন ‘‌প্রিয়াঙ্কা ম্যাজিক'‌-‌এর ওপর। কেউ বলছেন, প্রিয়াঙ্কা সুনামির মতো জয় নিয়ে আসবেন। কেউ বলছেন, প্রিয়াঙ্কা মাঠে নামলে জনপ্লাবনে ভেসে যাবে বিরোধীরা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঘনিষ্ঠ বাংলার নেতা শুভঙ্কর সরকারও তাই মনে করেন।

তার কথায়, ‘‌‘‌‌প্রিয়াঙ্কাকে কেউ আঁধি বলছেন, কেউ তুফান বলছেন। রাহুল গান্ধী তাকে সামনে এনে আসলে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তুলতে চাইছেন। লক্ষ্য শুধু লোকসভা নির্বাচন নয়। আগামী বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা আশির দশকের সেই ইন্দিরা জমানার উত্তরপ্রদেশ ফিরিয়ে দেবেন। সুপ্রিম কোর্ট, রিজার্ভ ব্যাঙ্ক, সিবিআই, ইডি-‌সহ সব সংস্থা ধুলিসাৎ হয়ে গেছে। উত্তরপ্রদেশ-‌সহ গোটা ভারত প্রিয়াঙ্কার হাত ধরে আলোর দুনিয়ায় পৌঁছতে চাইছেন। বিরোধীরা ভয় পেয়েছে। প্রিয়াঙ্কার জনসমর্থন আসবে সুনামির মতো। মানুষের আঁধি আসবে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রাহুল।'‌'


আরো সংবাদ



premium cement
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪ সুইডেনে বসবাসের অনুমতি বাতিল কুরআন পোড়ানো শরণার্থীর ভালো আছেন খালেদা জিয়া

সকল