১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মোদির সামনেই নারী মন্ত্রীর কোমরে হাত আরেক মন্ত্রীর! (ভিডিও)

ভারত
নারী মন্ত্রীর কোমরে হাত আরেক মন্ত্রীর - ছবি : এনডিটিভি

মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ত্রিপুরায় বিজেপির এক মন্ত্রীকে দেখা গেল একজন নারী মন্ত্রীর কোমর ধরে টানাটানি করতে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে ত্রিপুরায় প্রধান বিরোধী দল বামেরা আওয়াজ তুলেছে, কেন অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করা হবে না।

বামেরা সোমবার দাবি জানায়, মনোজকান্তি দেব নামে ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে। কারণ তিনি শনিবার মঞ্চে উপস্থিত একজন নারী মন্ত্রীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন।

তবে ভিডিওটির সত্যাসত্য এনডিটিভির পক্ষে যাচাই করে দেখা সম্ভব হয়নি।

প্রশ্ন করা হলে মন্ত্রী মনোজকান্তি অবশ্য ঘটনাটিকে অস্বীকার করেন। ত্রিপুরায় ক্ষমতায় থাকা বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘এটা বামেদের তরফে অযথা চরিত্রহননের চেষ্টা।’

ত্রিপুরায বাম কনভেনার বিজন ধর মিডিয়াকে বলেন, ‘মনোজকান্তি দেবকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উপস্থিত রয়েছেন সেখানে জনসমক্ষে তিনি এমন কাজ করেন কি করে?’

মঞ্চে সে দিন উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্তনা চাকমা, তিনি একজন তরুণ আদিবাসী নেত্রীও।

মনোজকান্তি দেব ত্রিপুরার খাদ্য যুব ক্রীড়া বিভাগের মন্ত্রী। তিনি কয়েক দিন আগেই সংবাদ সংস্থা আইএএনএসকে ফোনে বলেছেন যে, ‘এমন কোনো ঘটনা ঘটেনি।’

বিজেপির মুখপত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ‘বাম দলগুলোর আপাতত বিজেপির বিরুদ্ধে অযথা বিষয় নিয়ে ইস্যু করা ছাড়া আর কোনো কাজ নেই, তাই তারা বিজেপি মন্ত্রীদের চরিত্র হননের চেষ্টায় নেমেছেন।’

তার আরো প্রশ্ন, ‘আমাদের ওই মহিলা মন্ত্রী কি কোনো রকম বক্তব্য রেখেছেন? এই নিয়ে কোনো অভিযোগ করেছেন? তা হলে বাম দলগুলো কেন এ বিষয়টা নিয়ে পানি ঘোলা করে নোংরা রাজনীতির খেলা খেলছে?’

দেখুন সেই ভিডিও :


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল