২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বদলির সিদ্ধান্তে পদত্যাগ করলেন ভারতের সিবিআই প্রধান

-

ভারতের অপসারিত সিবিআই-প্রধান অলোক ভার্মা নতুন পদে যোগদান করতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন একটি কমিটি বৃহস্পতিবার তাকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রধানের পদ থেকে অপসারণ করে। এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পদে অলোক ভার্মাকে নিয়োগ দেয়া হয়। কিন্তু গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন তিনি।

শুক্রবার ফায়ার সার্ভিসের মহাপরিচালক পদে যোগ দেয়ার কথা ছিল অলোক ভার্মার। সিবিআই-প্রধান হিসেবে প্রত্যাশিত সততার পরিচয় না দেয়ার কারণ দেখিয়ে অলোককে সরিয়ে দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে অলোক বলেছেন, ‘সাধারণ ন্যায়বিচার আর রক্ষা করা হচ্ছে না এবং নিম্ন স্বাক্ষরকারীকে পরিচালকের পদ থেকে সরানোর জন্য পুরো প্রক্রিয়াটি উল্টোভাবে পরিচালিত হয়েছে।’

আগামী ৩১ জানুয়ারি অলোক ভার্মার অবসরে যাওয়ার কথা ছিল। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করলেন না তিনি। বিবৃতিতে অলোক বলেছেন, গতকালের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, সিবিআইয়ের মতো একটি প্রতিষ্ঠানকে প্রতিটি সরকার কিভাবে বিবেচনা করছে। এই বিষয়ে সমন্বিতভাবে অন্তর্দৃষ্টি দেয়ার সময় এসেছে।

আদালতের রায়ে গত মঙ্গলবার সিবিআই-প্রধানের পদ ফিরে পেয়েছিলেন অলোক ভার্মা। এর দুই দিনের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। আদালতের রায়ে সিবিআই-প্রধানের পদ ফিরে পাওয়ার পরপরই ১০ জন কর্মকর্তার বদলি ঠেকিয়ে দিয়েছিলেন অলোক ভার্মা। অন্য দিকে আরো পাঁচ কর্মকর্তাকে বদলি করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কমিটিতে অলোক ভার্মাকে সরানোর সিদ্ধান্ত ২-১ ভোটে পাস হয়। কমিটিতে থাকা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতে তা টেকেনি।

গত মঙ্গলবার ভারতের শীর্ষ তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রধান অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। এতে তিন মাসের মাথায় আবার জায়গা ফিরে পান তিনি। তবে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না অলোক ভার্মার। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগের বিষয়টিও বাতিল করেছিলেন আদালত।


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস

সকল