২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাশ্মিরে রাষ্ট্রপতি শাসন জারি করেছে ভারত

কাশ্মিরে রাষ্ট্রপতি শাসন জারি করেছে ভারত - সংগৃহীত

১৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন চলবে। আগামি ৬ মাস এই আদেশ কার্যকর থাকবে। বুধবার একটি রাষ্ট্রিয় আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। কাশ্মিরে সর্বশেষ ১৯৯৬ সালে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল।

সোমবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে রিপোর্ট পাঠানোর পর কেন্দ্রীয় মন্ত্রনালয় বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উল্লেখ্য যে, ১৯ ডিসেম্বরই রাজ্যপাল শাসনের মেয়াদ শেষ হয়েছে।

চলতি বছরের জুন মাসে জম্মু-কাশ্মীরে পিডিপি থেকে জোট ভেঙে বিজেপি বেরিয়ে আসার পর সেখানে রাজ্যপালের শাসন জারি হয়েছিল। ছয় মাস পর রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই এবার জারি করা হল রাষ্ট্রপতি শাসন। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার মধ্যরাত থেকে এই কেন্দ্রীয় শাসন কার্যকর করার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।


আরো সংবাদ



premium cement