২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারত আমার বাবার দেশ : আদিত্যনাথকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

ভারত আমার বাবার দেশ : আদিত্যনাথকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির - ছবি : সংগৃহীত

ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভারত আমার পিতৃভূমি, কেউ আমাকে এখান থেকে তাড়াতে পারবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের এক মন্তব্যের জবাবে রোববার ওয়াইসি এ কথা বলেন।
তেলেঙ্গানা রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথ রোববার এক সমাবেশে দেয়া ভাষণে বলেন, ‘বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে জেনে রাখুন ওয়াইসিকে তেলেঙ্গানা ছেড়ে পালাতে হবে। ঠিক যেমন নিজাম হায়দরাবাদ ছেড়ে পালিয়েছিলেন।’

আদিত্যনাথের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল হায়দরাবাদের মালাকপেটে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওয়াইসি বলেন, ‘আপনারা একজন এমপিকে তাড়িয়ে দেয়ার কথা বলছেন! আমাকে কোথায় তাড়িয়ে দেবেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আমাদের ধর্মীয় বিশ্বাস হলো, আমাদের পিতা আদম আ: যখন জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে প্রথম পা রেখেছিলেন, ভারতে রেখেছিলেন। এ জন্য ভারত আমার বাবার দেশ, ভারত আমার ড্যাডির দেশ, ভারত আমার পিতাজীর দেশ। যখন এটা পিতাজীর দেশ তখন ছেলেকে কোথায় বের করে দেবেন?’

ওয়াইসি বলেন, ‘উনি (যোগী) বলেছেন, আমরা জিতলে তাড়িয়ে দেবো। কতজনকে তাড়াবেন আপনারা? এ দেশে মুসলিমদের জনসংখ্যা কত? কতজনকে তাড়িয়ে দেবেন আপনারা? কিন্তু কেউ পালিয়ে যাওয়ার নেই। যত দিন জীবিত থাকব, ইনশা আল্লাহ ভারতীয় মুসলিম হয়েই থাকব।’ যোগী আদিত্যনাথকে উদ্দেশ করে ওয়াইসি বলেন, ‘আপনি ইতিহাস জানেন না, ইতিহাসে জিরো! যদি পড়তে না পারেন তাহলে যারা পড়াশোনা জানেন, তাদের কাছে জিজ্ঞেস করুন। যদি পড়তেন তাহলে বুঝতে পারতেন নিজাম হায়দরাবাদ ছেড়ে পালিয়ে যাননি, তাকে রাজ্যের প্রধান করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement