২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করাচি হামলায় নিহত বেড়ে ৭

হামলার পর কনস্যুলেট ভবনের কাছে অবস্থান নেয় সেনাবাহিনী -

পাকিস্তানের বন্দর নগরী করাচির চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাড়িয়েছে। পাকিস্তানের ইংরেজী দৈনিক দ্য ডনের অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, শুক্রবার করাচির ক্লিফটন এলাকায় চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করে দেয়া হয়েছে। এতে ৭ জন নিহত হয়েছে।

জিন্নাহ মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ড. সিমিন জামালি ডনকে জানিয়েছেন, বিস্ফোরক জাতীয় পদার্থের আঘাতে মারাত্মক আহত হয়ে দুই পুলিশ নিহত হয়েছে। আর একজন বেসরকারি নিরাপত্তা রক্ষী মারাত্মক আহত হয়েছেন। এছাড়া দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে, তারা সম্পর্কে পিতা-পুত্র।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী তিন সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে ওরাকজাই শহরের উত্তর–পশ্চিমে একটি বাজারে বোমা বিস্ফোরণে নিহত  হয়েছে অন্তত ২৫ জন।


আরো সংবাদ



premium cement