২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতকে মুসলিমরাই বেশি দিয়েছে : মন্ত্রী

ওমপ্রকাশ রাজবর -

ভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলমান শাসকদের অবদানই সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দেশটির উত্তরপ্রদেশের একজন মন্ত্রী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার ওই সদস্যের নাম ওমপ্রকাশ রাজবর। তিনি উত্তর প্রদেশের প্রাদেশিক সরকারের অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও প্রতিবন্ধী উন্নয়ন বিষয়কমন্ত্রী।

বেশ কিছুদিন ধরেই ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে সোচ্চার এই মন্ত্রী। বিজেপির উন্নয়ন বাদ দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করার বিষয়ে বেশ কয়েকবার সমালোচনা করেছেন তিনি। সর্বশেষ মন্ত্রী রাজবর বলেছেন, মুসলিমরা আমাদের দেশে যা দিয়েছে তা অন্য কেউ দেয়নি।

মুঘল আমলের স্মৃতি মুছে ফেলার সম্পর্কে তিনি বলেছেন, আমরা কি জিটি রোড ছুঁড়ে ফেলে দেব? লালকেল্লা কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে? তিনি বলেছেন, অনগ্রসর এবং পিছিয়ে থাকা মানুষ যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদল করছে বিজেপি। একমাত্র এই উপায়েই মানুষকে মূল সমস্যা থেকে ভুলিয়ে রাখা যায়।

সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিমদের নামে রয়েছে এমন বিভিন্ন স্থাপনার নাম পাল্টে দেয়ার পদক্ষেপ নেয়া শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement