২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষণের পর শিশু জয়নাবকে হত্যা : ইমরান আলীর ফাঁসি কার্যকর

পাকিস্তান
এ বছরের শুরুতে শিশু জয়নাবকে ধর্ষণের পর হত্যা করা হয় - ছবি: সংগৃহীত

পাকিস্তানের বহুল আলোচিত শিশু জয়নাব হত্যাকারী ইমরান আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ছয় বছর বয়সী জয়নাবকে এ বছরের শুরুর দিকে ধর্ষণের পর হত্যা করা হয়।

বুধবার লাহোরের কোট লাখপাত কেন্দ্রীয় কারাগারে ইমরান আলীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়নবের বাবা মুহাম্মদ আমিন আনসারি। চোখের সামনে মেয়ের হত্যাকারীর ফাঁসি কার্যকর হতে দেখেছেন তিনি। খবর ডনের।

চলতি বছরের ৪ জানুয়ারি কোরআন শিখতে যাওয়ার পথে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় ছোট্ট জয়নাব। ৯ জানুয়ারি একটি আবর্জনার স্তূপ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। হত্যার আগে ধর্ষণ করা শিশুটিকে। তার নিথর মুখে তীব্র যন্ত্রণার ছাপ ছিল।

এ ঘটনার পর ‘জাস্টিস ফর জয়নাব’ দাবিতে ১০ জানুয়ারি থেকে বিক্ষোভে ফেটে পড়ে সেখানকার মানুষ। ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়নাব’ লিখে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকারাসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।

অপরাধীর খোঁজ পেতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। জয়নাবের লাশ যেখানে পাওয়া যায়, সেখানে একটি খালি বাক্স পান তদন্তকারী কর্মকর্তারা। ফরেনসিক পরীক্ষার সূত্র ধরে ২৪ জানুয়ারি ইমরান আলীকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন ঘটনা প্রবাহে দোষী সাব্যস্ত হন ২৩ বছরের ইমরান আলী। ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা নাকচ হয়। আজ কার্যকর হয় তার ফাঁসি।

ইমরান আলী

 

ভয়ংকর এক হত্যাকারী ইমরান আলী। জয়নাবকে হত্যার আগে বিভিন্ন সময় আরও ছয় শিশুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি।

মেয়ের হত্যাকারীর ফাঁসি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জয়নাবের বাবা আমিন আনসারি। তিনি বলেন, ‘আমি নিজের চোখে তাঁর ভয়ংকর পরিণতি দেখেছি। তাকে ফাঁসি কাষ্ঠে নেয়া হয়। এক ঘণ্টা ধরে ঝুলিয়ে রাখা হয়।’

আমিন আনসারি এর আগে জনসম্মুখে এই ফাঁসি কার্যকরের জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে লাহোর হাইকোর্টে তা নাকচ হয়ে যায়।

আমিন আনসারি জানান, বেঁচে থাকলে এখন জয়নাবের বয়স হতো সাত বছর দুই মাস।

আরো পড়ুন :
নারী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা
আল জাজিরা, ০৯ অক্টোবর ২০১৮
বুলগেরিয়ার একজন অনুসন্ধানী টেলিভিশন সাংবাদিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রুসে এ ঘটনা ঘটে।

শনিবার ৩০ বছর বয়সী সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভার লাশ একটি পার্ক থেকে উদ্ধার করা হয় বলে রোববার জানিয়েছেন রুস আঞ্চলিক প্রসিকিউটর জর্জি জর্জিভ।

‘তার মোবাইল ফোন, গাড়ির চাবি, চশমা এবং তার কাপড়ের কিছু অংশ নিখোঁজ রয়েছে’, জানান তিনি।

জর্জিভ জানান, তাকে মাথায় আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।

তিনি বলেন, তার ব্যক্তিগত ও পেশাগত বিষয়ের সূত্রে ঘটনার তদন্ত করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদান মারিনভ পরবর্তীতে সাংবাদিকদের জানান যে, ওই সাংবাদিককে ধর্ষণও করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বোইকো বোরিসভ আশা প্রকাশ করেন যে, এ ঘটনায় রহস্য অবশ্যই উদ্ঘাটিত হবে।

পুলিশ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডটি তার পেশার সাথে সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে না।

মারিনোভা রুসের প্রাইভেট টিভিএন টেলিভিশনের প্রশাসনিক পরিচালক ছিলেন এবং সম্প্রতি তিনি ‘ডিটেক্টর’ নামে একটি টকশো চালু করেছিলেন।

টকশোটির সর্বশেষ পর্ব প্রচার হয়েছিল ৩০ সেপ্টেম্বর। ওই পর্বে বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদদের বিষয়ে কিছু অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল।

টিভিএন টেলিভিশনের একজন সাংবাদিক এএফপিকে বলেন, এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী সোফিয়ায় মারিনোভার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


আরো সংবাদ



premium cement