২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যৌন হেনস্তায় অভিযুক্ত : ভারতীয় মন্ত্রীর পদত্যাগ!

যৌন হেনস্তায় অভিযুক্ত : ভারতীয় মন্ত্রীর পদত্যাগ! - ছবি : সংগৃহীত

রোববারই দেশে ফিরেছেন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতের কেন্দ্রীয়মন্ত্রী এম জে আকবর৷ প্রখ্যাত এই সাংবাদিকের ইস্তফা দেয়া নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নাকি নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷ যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়া হয়নি৷

জানা গেছে, ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে উপস্থিত রয়েছেন তার প্রিন্সিপাল সেক্রেটারি৷ এই বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

#MeToo অভিযান ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে ভারতে৷ একে একে সেই অভিযোগে বিদ্ধ হচ্ছেন রাজনৈতিক মহল থেকে সিনেমাজগত এবং সংবাদমাধ্যমের তাবড় তাবড় ব্যক্তিত্বরা৷ রোববারেও এমজে আকবরের বিরুদ্ধে মুখ খুলেছেন আরো এক নারী সাংবাদিক৷ তার অভিযোগ, বলপূর্বক তাকে চুম্বন করার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ গত সপ্তাহে থেকেই কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব বেশ কয়েকজন নারী সাংবাদিক৷ তাদের স্পষ্ট অভিযোগ, একটি সংবাদমাধ্যমের দায়িত্বে থাকাকালীন তাদের যৌন হেনস্তা করেছেন মোদি সরকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর । এরপরেই তার বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা৷ নৈতিকতার বিচারে আকবরের পদত্যাগ করা উচিত বলে দাবি তাদের৷

কেবল বিরোধীরাই নয়, বিজেপির অন্দর মহলেও আকবরকে নিয়ে মতান্তর তৈরি হয়েছে৷ প্রকাশ্যে মুখ না খুললেও অনেকেই এই অভিযোগকে গুরুতর বলে মনে করছেন৷ যদিও দলীয় পক্ষ থেকে বিজেপি আগে জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে আকবরকে ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চাপে রাখতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধীরা৷ লোকসভার আগে কেন্দ্রীয় মন্ত্রীর নামে যৌন হেনস্তার অভিযোগ ওঠার বিষয় আসন্ন নির্বাচনে তাদের অনেকটাই ব্যাকফুটে ফেলতে পারে বলে আশঙ্কা করছে পদ্ম শিবিরও৷ ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের উপরেই যে, আকবরের ভাগ্য ঝুলে রয়েছে তা মেনে নিচ্ছেন সকলেই৷

যা বললেন মন্ত্রী

রোববার সকালে দিল্লিতে পা রাখার সাথে সাথে তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যা বলার পরে বিবৃতি দিয়ে জানাবেন৷

মি টু আন্দোলনের আঁচ এসে পড়ে মোদির মন্ত্রিসভার অন্দরেও৷ অধুনা সাবেক এই সাংবাদিক ও মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মহিলা সাংবাদিককে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে৷ এই নিয়ে সরগরম দিল্লির রাজনীতি৷ তবে যেই সময় এই অভিযোগগুলি ওঠে তখন আকবর ছিলেন নাইজেরিয়ায়৷ তাকে তড়িঘড়ি দেশে ফিরতে বলা হয়৷ রোববার সকালে দিল্লির বিমানবন্দরে পা রাখতেই ছেকে ধরে সাংবাদিকরা৷ মি টু আন্দোলনের জেরে তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করেন৷ জবাবে প্রতিমন্ত্রীর ছোট্ট প্রতিক্রিয়া৷পরে বিবৃতি দিয়ে সব জানাবেন৷

ফেঁসে যাচ্ছেন অমিতাভ বচ্ছনও!
এবার #MeToo আন্দোলনে নাম জড়াল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। তার বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন সেলেব্রিটি হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবানি। বলা ভালো, অমিতাভকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন স্বপ্না। ইঙ্গিত দিয়ে রাখলেন, বলিউডের মেগাস্টারের বড়সড় কেচ্ছা ফাঁস করতে চলেছেন তিনি।

#MeToo আন্দোলন নিয়ে ইতিমধ্যেই নিজের মন্তব্যের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশানায় অমিতাভ বচ্চন। 'ঠগস অব হিন্দোস্তান' ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের যৌন হেনস্থার প্রসঙ্গে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তার জবাবে অমিতাভ বলেন,''আমি তনুশ্রী নই, নানা পাটেকারও নই, তাহলে কেন এই প্রশ্নটি আমায় করা হলো''? যৌন হেনস্থার মতো গুরুতর ঘটনায় অমিতাভের প্রতিক্রিয়া স্তম্ভিত অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেন তারা। কারণ, বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়ন নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চন। তাহলে কি এসব ভনিতা?

৭৬ তম জন্মদিনে অমিতাভ বচ্চন #MeToo আন্দোলনের প্রেক্ষাপটে কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা নিয়ে নিজের সাক্ষাত্কারের একটি অংশ টুইটারে অনুসরণকারীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি মন্তব্য করেছেন, ''কোননোমহিলার সঙ্গে কখনো অভব্য আচরণ বা ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে কর্মস্থলে। এই ধরনের আচরণের ক্ষেত্রে আইনি পথে তত্ক্ষণাত্ কর্তৃপক্ষের নজরে আনা উচিত''।

অমিতাভের এই টুইটের পরই গর্জে উঠেছেন স্বপ্না ভাবনী। শাহেনশাহ-র এই মন্তব্য বড় মিথ্যা বলে তোপ দেগেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট। বিগ বসের ষষ্ঠ সংস্করণের প্রতিযোগী স্বপ্না ভবানী লিখেছেন, ''পিঙ্ক' মুক্তি পেয়ে চলেও গিয়েছে। সমাজকর্মী হিসেবে আপনার ছবিও শীঘ্রই মুছে যাবে। আপনার ব্যাপারে সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি হাত কামড়াচ্ছেন, কারণ নখ আর আপনার আঙুলে থাকবে না'।

স্বপ্না ভবানীর আরো দাবি, ব্যক্তিগতভাবে অমিতাভ বচ্চনের যৌন হয়রানির ব্যাপারে অনেক শুনেছি। আশা করি, সেই সব মহিলা এগিয়ে আসবে। তার দ্বিচারিতা খুবই বিরক্তিকর।

#MeToo আন্দোলনে এতদিন সেলেবদের নাম জড়ালেও অমিতাভ বচ্চনের মতো মহানায়ক এই প্রথম 'কলঙ্কে'র ভাগীদার হলেন। মহিলাদের যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই কাঠগড়ায় উঠেছেন রজত কাপুর, বিকাশ বহেল, সাজিদ খান, সুভাস ঘারি, আলোক নাথ ও কৈলাস খের।

স্বপ্নার অভিযোগ নিয়ে এখন পর্যন্ত অমিতাভের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আগামী ৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে অমিতাভের ছবি 'ঠগস অব হিন্দোস্তান'। প্রথমবার সিলভারস্ক্রিন ভাগ করে নেবেন আমির খান ও অমিতাভ বচ্চন। একই ফ্রেমে আমির-অমিতাভকে নিয়ে ঠগস অব হিন্দোস্তানের ট্রেলার আগ্রহের সঞ্চার করেছে সিনেমাপ্রেমীদের মনে।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল