২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দণ্ড স্থগিত, মুক্তি পাচ্ছেন নওয়াজ, মরিয়াম

দণ্ড স্থগিত, মুক্তি পাচ্ছেন নওয়াজ, মরিয়াম - ছবি : সংগৃহীত

ইসলামাবাদ হাই কোর্ট বুধবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও তার স্বামী ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ সফদারের দণ্ড স্থগিত করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন। উভয় পক্ষের শুনানির পর বুধবার এই রায় ঘোষণা করা হয়। জুলাই মাসে জবাবদিহি আদালত তাদের ওই শাস্তি দিয়েছিল।
লন্ডনের অভিজাত অ্যানফিল্ড ফ্ল্যাট মামলায় নওয়াজ শরিফের পরিবার জড়িত থাকার অভিযোগ এনে ওই মামলা দায়ের করা হয়েছিল। এতে নওয়াজ শরিফের ১০ বছরের কারাদণ্ড হয়েছিল।
আদালত নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড হয়। তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।
তাদের কারাগারে থাকার সময়ই পাকিস্তানে নির্বাচন হয়। তাছাড়া এ সময় নওয়াজ শরিফের স্ত্রী কুলসুমও ইন্তিকাল করেন। এ সময় তাদেরকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল।


আরো সংবাদ



premium cement