২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গৃহহীনদের জন্য ৫০ লাখ ভবন নির্মাণ করবেন ইমরান খান

গৃহহীনদের জন্য ৫০ লাখ ভবন নির্মাণ করবেন ইমরান খান - সংগৃহীত

গৃহহীনদের জন্য পাকিস্তানজুড়ে ৫০ লাখ ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী দুই সপ্তাহের মধ্যে এ প্রকল্প কাজ শুরুর জন্য আবাসন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভবন নির্মাণ প্রকল্পটির নিঁখুত ও সঠিক বাস্তবায়ন চান ইমরান খান। আর এজন্যই এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত ও বাস্তবায়িত হবে। 

ঘর নির্মাণের জন্য একটি কমিটি তৈরি করেছেন প্রধানমন্ত্রী। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে কাজের গঠন ও সময়সীমা সংক্রান্ত পরিকল্পনার খসড়া দাখিল করতে নির্দেশনা দিয়েছেন তিনি। 

ইমরান খান জোর দিয়ে বলেন, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশজুড়ে ৫০ লাখ ঘর নির্মাণ এ সরকারের প্রধান অগ্রাধিকারে রয়েছে। এসব ভবনে প্রাথমিক সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, আবাসন মন্ত্রণালয়ের পরিবর্তে গৃহহীনদের জন্য এ ঘর নির্মাণ প্রকল্পের দেখভাল ও বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রী কার্যালয়।

 

তিন বেডরুমের বাসায় ইমরান খান, প্রধানমন্ত্রীর বাসভবন হবে বিশ্ববিদ্যালয়!
ডন ও এনডিটিভি, ২০ আগস্ট ২০১৮

তিন বেডরুমের একটি বাসায় থাকবেন ইমরান খান। প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা আছে তার!

রবিবার পাকিস্তানের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম বক্তব্যে এসব কথা বলেন ইমরান খান। ওই বক্তব্যের মাধ্যমে ‘নয়া পাকিস্তানের’ রোডম্যাপ সম্পর্কে ধারণা দেন তিনি।

বক্তব্যের শুরুতেই দেশটির দুর্নীতি, দরিদ্রতা, অপচয় নিয়ে কথা বলেন ইমরান। জোর দেন অপচয়রোধ করে শিশুস্বাস্থ্য, শিক্ষায় খরচ বাড়ানোর। নিজেও সব ধরনের কম খরচ করার ঘোষণা দিলেন তিনি।

ইমরান খান জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে কাজ করেন ৫২৪ জন কর্মী। তিনি বলেন, ‘আমি আপনাদের আগেই বলেছি, আমি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকব না। মিলিটারি সেক্রেটারির একটি বাসায় থাকব। বাসাটি তিন বেডরুমের। দুজন কর্মী রাখব। দুটি গাড়ি রাখব। দুই গাড়ি কেন রাখব, কারণ বলা হয়েছে নিরাপত্তার বিষয়টি আছে।’

ইমরান খান বলেন, ‘আসলে আমি আমার নিজের বাড়িতেই থাকতে চেয়েছিলাম। আমি পয়সা খরচ করতে চাইছিলাম না। কিন্তু এজেন্সি বলছে, আমার প্রাণের আশঙ্কা আছে, নিরাপত্তার প্রয়োজনীয়তা আছে। এ কারণে আমি সেখানে থাকছি। নয়তো আমি আরামেই বানিগালায় থাকতে পারতাম। কোনো খরচই হতো না।’

কেবল দুটি গাড়ি রাখার পাশাপাশি বিলাসবহুল অন্য গাড়ির ব্যাপারেও নিজের পরিকল্পনার কথা জানান ইমরান খান। বুলেটপ্রুফ এসব গাড়ি তিনি বিক্রি করে দিতে চান। নিলামে এসব গাড়ি বিক্রি করা হবে জানিয়ে ইমরান খান বলেন, ‘আমি ব্যবসায়ীদের ডাকব এবং তাদের কাছে এগুলো বিক্রি করব।’

প্রধানমন্ত্রীর বর্তমান বাসভবনকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চান ইমরান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ইচ্ছা আছে।’ দেশটির গভর্নর হাউসগুলোর খরচ কমানোর ব্যাপারেও উদ্যোগ নেবেন ইমরান। সরকারি খরচ-সংক্রান্ত বিষয়ে তিনি একটি কমিটিও করেছেন।

দেশের উদ্দেশে ইমরান খান বলেন, ‘নয়া পাকিস্তানের নয়া চিন্তাও প্রয়োজন। আমাদের চিন্তা করতে হবে, আমরা কী রেখে যাচ্ছি।’ বিদেশে পাচার হওয়া অর্থও দেশে ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ইমরান খান।


আরো সংবাদ



premium cement