২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে এসএসসি পাস এমপি ৫১, আছেন অশিক্ষিতও

পাকিস্তানে এসএসসি পাস এমপি ৫১, আছেন অশিক্ষিতও - সংগৃহীত

পাকিস্তানের সব প্রাদেশিক পরিষদে যেসব নতুন এমপি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ৫১ জন কোনোমতে ম্যাট্রিকুলেশন (এসএসসি) পাস করেছেন। অন্যদিকে ২৭ জনতো ম্যাট্রিকুলেশন শেষই করেন নি।

ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্ক (এফএএফইএন) সম্পাদিত এক রিপোর্টে এসব কথা বলা হয়েছে।  এতে আরো বলা হয়েছে, সব প্রাদেশিক পরিষদে কমপক্ষে ৬৮ জন এমপির মামলা রয়েছে মুলতবি অবস্থায়।

পাঞ্জাব প্রদেশে ২৫ জন এমপি কোনোমতে ম্যাট্রিকুলেশন পাস করেছেন। ১৯ জন শেষই করেন নি। আর ২ জন এমপি তো অশিক্ষিত। এ প্রদেশের শতকরা প্রায় ৩২ ভাগ এমপি ব্যাচেলর ডিগ্রিধারী। আর শতকরা ১২ ভাগের আছে আইন বিষয়ে গ্রাজুয়েশন। ৪৩ জন এমপির রয়েছে মাস্টারস ডিগ্রি। 

সিন্ধু প্রদেশে কমপক্ষে ১০ জন এমপি তাদের ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছেন। আর ৫ জন তো আন্ডার-ম্যাট্রিক। এই প্রদেশের এমপিদের মধ্যে শতকরা প্রায় ২৮ ভাগের রয়েছে ব্যাচেলর ডিগ্রি। শতকরা ১৮ ভাগের রয়েছে মাস্টারস ডিগ্রি। ২২ জন এমপির রয়েছে আইন বিষয়ে ডিগ্রি। ৯ জন প্রকৌশলী। ৮ জনের আছে মেডিসিনে ডিগ্রি। একজনের রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। 

খাইবার-পখতুনখাওয়া প্রদেশের ১২ জন এমপি ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছেন। ২ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেশন বা এসএসসি শেষ করেন নি। শতকরা প্রায় ৩০ ভাগ এমপি ব্যাচেলর ডিগ্রি শেষ করেছেন। শতকরা ১৮ ভাগের রয়েছে মাস্টারস ডিগ্রি। এই প্রাদেশিক পরিষদে ১৬ জন এমপির রয়েছে আইন বিষয়ে ডিগ্রি। ২ জন প্রকৌশলী। চারজন মেডিসিনে ডিগ্রিধারী। একজনের আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। 

বেলুচিস্তান প্রদেশের ৪ জন এমপি ম্যাট্রিকুলেশন পাস। একজন এসএসসি শেষ করেন নি। একজন এমপি আছেন যিনি অশিক্ষিত। শমকরা ৩৭ ভাগের আছে ব্যাচেলর ডিগ্রি। ১৭ ভাগের আছে মাস্টারস ডিগ্রি। আইন বিষয়ে ডিগ্রি আছে ৪ জনের। তিন জনের আছে প্রকৌশল বিষয়ে ডিগ্রি। একজন আছেন ডাক্তার। একজন আছেন ধর্মীয় বিষয়ে গ্রাজুয়েট। 


আরো সংবাদ



premium cement