২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় প্রার্থীসহ নিহত ৮৫

-

পাকিস্তনের বেলুচিস্তান প্রদেশের মাসতুং শহরে শুক্রবার বিকেলে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ৮৫ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। এ হামলায় বেলুটিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানি নিহত হয়েছেন। সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুঙ্গালজাই বলেন, আত্নঘাতী হামলার আঘাত থেকেই সিরাজ নিহত হয়েছেন।

নিজ জেলাতেই এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কোয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

তিনি এ নির্বাচনে তিনি তার ভাই নওয়াব আসলাম রাইসানির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর আগে ২০১১ সালে একটি স্টেডিয়ামে তার কিশোর ছেলে হেকমাল রাইসানিকে গুলি করে হত্যা করা হয়। ঐসময় তিনি সেখান থেকে পালিয়ে বাঁচেন।

এর আগে আরেকটি হামলার ঘটনা ঘটে খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানিকে লক্ষ করে উত্তর পশ্চিমের শহর বান্নুতে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হয় ৪ জন। এবং আহত হন অন্তত ৩২ জন।


আরো সংবাদ



premium cement