২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

স্বরূপে ফিরতে চান সাইফউদ্দিন

-

বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের শুরুতে সুইং, শেষে ইয়র্কার আর গতির বৈচিত্র্য। ব্যাট হাতেও সাইফউদ্দিনের সামর্থ্য আছে প্রয়োজনের সময় কিছু করে দেখানোর। ফিট থাকলে সাইফউদ্দিন ওয়ানডে ও টি-২০ একাদশে ‘অটোমেটিক চয়েজ’ হয়ে যান। আর নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান স্বরূপে ফিরে।
গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। মাঝে খেলতে পারেননি ভারত ও পাকিস্তানে টি-২০ সিরিজে। দশ বছর ধরে বয়ে বেড়ানো পিঠের জটিল চোট এবারো পাঁচ মাস মাঠের বাইরে রেখেছে তাকে। আবারো সামনে জিম্বাবুয়ে। তার বিশ্বাস, লম্বা সময় পর দলে ফিরলেও আগের চেনা ছন্দেই ফিরবেন তিনি।
তার কথায়, ‘চোটের কারণে এবার ৫ মাস বাইরে ছিলাম। কিন্তু আগে বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। সম্পূর্ণ ছাড়পত্র পেয়েছি মেডিক্যাল টিম থেকে। বিসিএল খেলেছিলাম, সেখানে একটু বাঁধাধরা নিয়ম ছিল, এক দিনে সর্বোচ্চ ৮ ওভার। সেটির পর দুই সপ্তাহ হয়ে গেছে। এখন আশা করি শতভাগ গিয়ে খেলতে পারব। চোটের কারণে হয়তো ৫ মাস মাঠের বাইরে ছিলাম। তবে আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। আগেও এমন হয়েছে। আশা করি স্বরূপে ফিরতে পারব।’
বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গত ২১ সেপ্টেম্বর, ত্রিদেশীয় টি-২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে। এরপর চোটের সাথে লড়াই। পুনর্বাসনের ক্লান্তিকর ও কষ্টকর প্রক্রিয়া। সতীর্থরা খেলতেন আর তিনি তা দেখতেন টিভি পর্দায় কিংবা গ্যালারি থেকে। পুনর্বাসনের নানা ধাপ পেরিয়ে অবশেষে দুই সপ্তাহ আগে ফিরেছেন মাঠে। কক্সবাজারে খেলেছেন বিসিএলের ম্যাচ। পারফরম্যান্স অবশ্য খুব ভালো ছিল না। ব্যাটিংয়ে রান পাননি সেভাবে, বোলিংয়ে পাননি উইকেট। তবে দুই ইনিংসে বোলিং করেছেন ২০ ওভার। নির্বাচকদের সেটিই দেখার ছিল।
সাইফ না থাকা মানে হয় ব্যাটিং শক্তি বাড়াতে হবে, না হয় বোলিং শক্তি। নতুন বলে তার সুইং ওপেনারদের দুশমন। আর ডেথ ওভারে সাইফউদ্দিন মানেই ইয়র্কার। চোট থেকে ফেরার পর হাই পারফরম্যান্স ইউনিটের বোলিং কোচ চম্পকা রামানায়েকের সাথে কাজ করেছেন। ধারাবাহিকভাবে সাইফউদ্দিনকে ইয়র্কার করতে দেখে তিনি বলেছেন, ‘সাইফউদ্দিন দলে সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।’

চোটের অধ্যায় ভুলে আপাতত সাইফ তাকিয়ে সামনে। নিজের লক্ষ্যের চেয়ে বড় চাওয়া দলের জয়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে চান জিম্বাবুয়েকে। ‘মাঠে পারফরম্যান্সের দিক থেকে তুলনামূলকভাবে আমরা জিম্বাবুয়ের থেকে অনেক এগিয়ে। টেস্টেও ভালো করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় হোয়াইটওয়াশ করেছি। এবারো আমরা আশাবাদী।’

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের

সকল