২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

স্কুল হকির খেলোয়াড় থেকে কোচ

-

২০১৪ সালে চুয়াডাঙ্গা এমএ বারি মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে স্কুল হকি প্রতিযোগিতায় খেলেছিলেন সুলতান উল আরেফিন পিয়াস। কোনো কোচিং কোর্স করা না থাকলেও এবার সেই স্কুলের কোচ হয়েই চূড়ান্ত পর্বে খেলতে এলেন মওলানা ভাসানীতে। খেলোয়াড় এবং কোচ হিসেবে স্কুলের প্রতি অবদান রাখতে পারায় নিজেকে ধন্য মনে করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা পিয়াস। দশম শ্রেণীতে পড়া শিষ্য শাকিল, বিপ্লবসহ কয়েকজনকে নিয়ে স্বপ্ন দেখেন ভবিষ্যত জাতীয় দলের।
২০১৫ সালে যুব হকিতে খেলার পরই হকিতে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পান পিয়াস। ওই সময় প্রিমিয়ার হকি মাঠে না গড়ানো এবং হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে নানাবিধ নেতি বাচক কর্মকাণ্ডে কচি মনে কাটে। এরপরই সিন্ধান্ত নেন লেখাপড়া চালিয়ে যাওয়ার। পিয়াসের কথায়, ‘স্কুল হকিতে আমার হাতে খড়ি পুরনো ঢাকার আবদুস সামাদ মামুনের কাছে। ওই সময় দেড় মাসের জন্য ফেডারেশন থেকে পাঠানো হয় উনাকে। পরের বছরেই যুব হকিতে খেলি। নানাবিধ কারণে খেলাটাকে এগিয়ে নিতে পারিনি। পড়ালেখায় মন দেই। টেক্সটাইলে ডিপ্লোমা করার পর এবার আবার নতুন করে স্টিক হাতে নেই । তবে খেলোয়াড় হিসেবে নয়Ñ খেলা শিখাতে।’
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার চারটি স্কুলের দায়িত্ব পড়ে পিয়াসের উপর। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে উচ্ছ্বসিত এই কোচ, ‘খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ালে হকি আরো বেশি বেগবান হবে। ৬৪ জন স্কুল ছাত্রকে নিয়ে কাজ করেছি। তাদের প্রচুর আগ্রহ রয়েছে। এটাকে কাজে লাগাতে পারলে তৃণমূলে অনেক প্লেয়ার পাওয়া যাবে। শাকিল, বিপ্লবসহ বেশ কয়েকজন রয়েছে, যারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে জাতীয় দলে জায়গা করে নেবে।’
দশম শ্রেণীতে পড়া শাকিল ২০১৮ সালে যুব গেমসে খেলার পর খেলা ছেড়ে দিয়েছেন চুয়াডাঙ্গায় হকির ধারাবাহিকতা নেই বলে। এবার আবার নতুন করে স্টিক ধরেছেন। দলের প্রাণভোমরা তিনি। আবারো ছেড়ে দিবেন কি না জানতে চাইলে শাকিল বলেন, ‘স্কুল হকির জন্য এক মাস কোচিং করেছি। আমরা যারা প্রাকটিস করেছি নিজের খরচে এবং গরজেই এসেছি। তবে নাশতা দেয়া হয়েছে। আমরা যারা স্কুল পড়ি, তারা ভাড়া কোথায় পাবো। তবে টাকা দেয়ার নিয়ম করলে আরো প্লেয়ার পাওয়া যাবে। জামাল জাতীয় দলের বড় ভাইদের দেখছি বিভিন্ন বাহিনীতে চাকরি করছেন। জীবনের স্বপ্ন পূরণ হওয়ার জন্য আমরাও খেলতে চাই। কিন্তু কোচ টুর্নামেন্ট। এগুলো তো আগে ঠিক করতে হবে।’
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় গতকাল চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় ৩-৩ গোলে ড্র করে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলের সাথে এবং রংপুর শিশু নিকেতন ১-০ গোলে হারায় কক্সবাজার বায়তুস শরফ জব্বারিয়া অ্যাকাডেমিকে।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল