২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পরাজয়ের শঙ্কায় ভারত

-

প্রথম ইনিংসে ১৮৩ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও ভারতকে চেপে ধরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৪৪ রানের মধ্যে সাজঘরে ফিরিয়েছেন ভারতের চার ব্যাটসম্যানকে। গতকাল তৃতীয় দিন শেষে কিউইদের প্রথম ইনিংসের চেয়ে কোহলির দল এখনো পিছিয়ে আছে ৩৯ রানে। ফলে ওয়েলিংটন টেস্টে এখনই জয়ের আভাস পেতে শুরু করেছে কেন উইলিয়ামসনের দল। প্রথম ইনিংসে ভারতের ১৬৫ রানের জবাবে ৩৪৮ রান করে কিউইরা।
দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছিল নিউজিল্যান্ড। এরপর লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৩৪৮ রানে থামে স্বাগতিকরা। অভিষিক্ত বোলার জেমিসন ৪৪ ও ট্রেন্ট বোল্ড ৩৮ রান করেন। ভারতের হয়ে ৬৮ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার ইশান্ত শর্মা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভারতের পারফরম্যান্স ছিল প্রথম ইনিংসের মতোই। দলীয় ২৭ রানে পৃথ্বী প্যাভিলিয়নে ফিরেন। যেখানে তার ব্যক্তিগত অবদান ছিল ১৪। এরপর আগারওয়াল ও চেতেশ্বর পূজারা ৫১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। পৃথ্বীর মতো পূজারাকেও ফেরান করেন নিউজিল্যান্ডের পেসার বোল্ট। ৮১ বল খেলে ১১ রান করেন পূজারা। তবে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের হাফ সেঞ্চুরি কিছুটা স্বস্তি¡ দিয়েছে বিরাট কোহলিকে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ৫৮ রান করে টিম সাউদির বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
যথারীতি ব্যর্থতার বৃত্তেই আছেন ভারতীয় অধিনায়ক। বোল্টের তৃতীয় শিকার হওয়ার আগে ১৯ রান করেন কোহলি। অধিনায়কের বিদায়ের পর দিনের বাকি সময় অবিচ্ছিন্ন থেকেই শেষ করেছেন আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারি। রাহানে ২৫ ও বিহারি ১৫ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের বোল্ট ২৭ রানে ৩ উইকেট নেন। অবশিষ্ট ৬ উইকেট নিয়ে ৩৯ রানের ব্যবধান টপকে ভারত কতটা লিড দিতে পারবে তার ওপর নির্ভর করছে এই টেস্টের ভাগ্য।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৬৫ ও ১৪৪/৪, ৬৫ ওভার (আগারওয়াল ৫৮, রাহানে ২৫*, বোল্ট ৩/২৭)।
নিউজিল্যান্ড : ৩৪৮/১০, ১০০.২ ওভার (উইলিয়ামসন ৮৯, জেমিসন ৪৪, ইশান্ত ৫/৬৮)।

 


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল