২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চেনা পরিবেশে বীরের বেশে

-

বিকেএসপিতে ঢুকে কেমন লেগেছে আকবর আলীদের। এখানেই তো নিয়ম কানুনেন ভেতরে থেকে কয়েক বছর বছর কাটিয়ে তারা আজ দেশের সোনালি সম্পদ। বাংলাদেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকাকে উড়িয়েছেন আপন মহিমায়। গর্ব বিকেএসপির সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর। আকবর আলীর চোখ চিক চিক করে উঠেছিল বিকেএসপির গেট থেকেই। যেখানে গেটে তাদের ছবিসংবলিত বিশাল ব্যানারে লেখা ‘আমরা গর্বিত’। তিনি একা নন। একই অনুভূতির বেড়াজালে আটকে গেছেন মাহমুদুল হাসান জয় ও পারভেজ হোসেন ইমন। কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলতে বিকেএসপিতে যান আকবর, জয়, ইমন, শরিফুল তামিম ও শাহাদাত।
তাদের ক্রিকেট-জীবন শুরু বিকেএসপিতে। বিকেএসপির আলো-বাতাসে বেড়ে ওঠা আকবর আলী দীর্ঘদিন পর ফিরলেন প্রিয় প্রাঙ্গণে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বগুড়ায় ক্যাম্প করতে হয়েছিল আকবর-মাহমুদুলদের। তারপর আর ফেরা হয়নি। অবশেষে ফিরলেন বীরের মর্যাদায়। বিকেএসপিতে নিজেদের গড়ে তুলেছেন তারা। অবশ্য শুরুটা হয়েছিল বিকেএসপির দিনাজপুর আঞ্চলিক শাখায়। ওখানে তিন বছর কাটিয়ে ২০১৫ সালে চলে আসেন সাভারের বিকেএসপিতে।
প্রায় আড়াই মাস পর বিকেএসপিতে ফিরতেই আকবরকে ঘিরে সাড়া পড়ে যায় চার দিকে। গতকাল সকালে তাকে দেখতে পেয়েই ছুটে আসে অপেক্ষমাণ শিশু শিক্ষার্থীরা, আবদার করে সেলফির। আকবর তাদের আবদার মিটিয়েছেন হাসিমুখে। বিকেএসপি কর্তৃপক্ষও বিশ্বজয়ী ছাত্রদের নিয়ে উচ্ছ্বসিত। সবার ভালোবাসায় সিক্ত আকবর বলেন, ‘বিশ্বকাপ জিতে ফিরলেও আলাদা কোনো অনূভূতি নেই। আমি এখনো এখানকার ছাত্র। স্যার এলেন, ছোট ভাইয়েরা এলো, সবার সাথে কথা বললাম। খুব ভালো লাগছে। এটা আমার শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে যতবার আসব ভালো লাগবে।’
এখানকার প্রধান ক্রিকেট প্রশিক্ষক মাসুদ হাসানের তত্ত্বাবধানে চলছে আকবর আলীর প্রশিক্ষণ। ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। বাংলাদেশের প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের পর থেকেই তিনি সবার কাছে ‘আকবর দ্য গ্রেট’। শিরোপা জিতে দেশে ফিরে বিসিবির রাজসিক সংবর্ধনা পেয়েছেন তরুণ ক্রিকেটাররা। নিজ নিজ এলাকায় এখনো সংবর্ধনা পাচ্ছেন তরুণরা। তবে প্রিয় ছাত্রকে কাছে পেয়ে মাসুদ হাসান আবেগাপ্লুত, ‘আকবর কঠিন চ্যালেঞ্জ জিততে পেরেছে, তাই খুব ভালো লাগছে। নেতৃত্বগুণ ওর মধ্যে আগে থেকেই ছিল। বয়সভিত্তিক ক্রিকেটে এই গুণ থাকা অনেক বড় ব্যাপার।’
প্রস্তুতি ম্যাচ দেখতে আসা খুদে শিক্ষার্থীরা রাজ্যের স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিল। তারাও একদিন হবে আকবর আলীর মতো। বিকেএসপিকে উজ্জ্বল করতে চায় সামনের দিনগুলোতে। কয়েকজন শিক্ষার্থী কথায়, ‘আর ফাঁকি দেবো না। অবশ্য ফাঁকি দেয়ার তেমন সুযোগও নেই এখানে। আমরা সবাই আকবর হবো। আমাদের আকবর ভাই যে এত বড় হবেন তা বুঝিনি। স্যারেরা এখন কথায় কথায় আকবর ভাইয়ের উদাহরণ দেয়। আগে দিতেন সাকিব, মুশফিকের উদাহরণ। পরে হয়তো আমাদের উদাহরণও দিবেন স্যারেরা (হাসি)।’
বিকেএসপির কোনো ছাত্র সেঞ্চুরি করলে বা পাঁচ উইকেট নিলেই নিজের স্বাক্ষর করা ১০০ টাকা উপহার দেন প্রধান প্রশিক্ষক মন্টু দত্ত। সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস তার কাছ থেকে এই পুরস্কার নিয়েছেন। এবার নিলেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাহমুদুলের অনবদ্য সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে ওঠে বাংলাদেশের। বিশ্বজয়ের পর গতকাল ফিরেছেন নিজের শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে। আর ফিরেই পেয়েছেন মন্টু দত্তের অভিনব পুরস্কারটা। উচ্ছ্বসিত মাহমুদুল বলেন, ‘খুব ভালো লাগছে। আমি সব সময় স্যারের কাছ থেকে এভাবে ১০০ টাকা নিতে চাই।’
প্রিয় ছাত্রকে পুরস্কার দিতে পেরে মন্টু দত্তও খুশি, ‘আমি চাই ও সব সময় সেঞ্চুরি করে আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে যাক। একবার ৯৯ রানে আউট হয়ে পুরস্কারটা মিস করেছে। তবে এ নিয়ে ৯ বার পুরস্কারটা পেয়েছে সে। অনেকে টাকার অঙ্ক বাড়িয়ে দিতে বলে। আমি সেই ২০০০ সাল থেকে ১০০ টাকা করে পুরস্কার দিচ্ছি। এ জন্য মাসে ১৫০০ থেকে ১৮০০ টাকা খরচ হয়। জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন সবচেয়ে বেশি পুরস্কার নিয়েছে। এখনো সেঞ্চুরি করলেই লিটন-সৌম্য টাকা নিয়ে যায়।’


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল