২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বোলার মুশফিক

-

ব্যাটসম্যান কাম উইকেটকিপার হিসেবে সবাই চিনেন মুশফিকুর রহীমকে। গতকাল কক্সবাজার স্টেডিয়ামে অচেনা এক মুশফিকুর রহীমকে দেখলেন মাঠে উপস্থিত হাতেগোনা কিছু দর্শক ও ইউটিউবে বিসিবি লাইভ চ্যানেলে হাজার দুয়েক দর্শক। ছয় বছর পর কোনো ম্যাচে বোলিংয়ে এলেন মুশফিক।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে মুশফিকুর রহীম হাত ঘোরালেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। অফ স্পিন বোলিং করলেন টানা তিন ওভার। পূর্বাঞ্চল ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তোলার পর ১৯তম ওভারে বল হাতে নেন মুশফিক। ওই ওভারে ৬ রান দেয়ার পর পরের দুই ওভারে ৭ ও ৪ রান দেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয়বার বোলিং করতে এসে ৩ ওভারে ১৭ রান দেন মুশফিক।
প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র তৃতীয়বার বোলিং করলেন মুশফিক। তিনবারই প্রথম শ্রেণীর ক্রিকেটে ও বিসিবি উত্তরাঞ্চলের হয়ে বিসিএলে। ২০১৩ সালে মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে উইকেটও পেয়েছিলেন মুশফিক। নুরুল হাসান সোহান এলবিডব্লিউ হয়েছিলেন মুশফিকের বলে। ওই একটি উইকেটই মুশফিকের প্রাপ্তি। পরের মৌসুমে পূর্বাঞ্চলের বিপক্ষে ২ ওভার বোলিং করার পর গতকালই প্রথম দেখা মিলল বোলার মুশফিকের।


আরো সংবাদ



premium cement