২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের পেস অ্যাটাক নিয়েই দুশ্চিন্তা

রাওয়ালপিন্ডিতে ১ম টেস্ট ৭-১১ ফেব্রুয়ারি
-

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে না যাওয়া ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ব্যস্ত সময় কাটাচ্ছেন টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে। মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসানদের শেখাচ্ছেন বাউন্স ও রিভার্স সুইং সামলানোর কৌশল।
ম্যাকেঞ্জির অনুমান পাকিস্তানে টেস্ট সিরিজে পেসই হবে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা। সেখানে বাড়তি বাউন্স ও রিভার্স সুইংয়ে আবার বেরিয়ে পড়তে পারে ব্যাটসম্যানদের টেকনিকের দুর্বলতা। মানসম্পন্ন পেস আক্রমণ ঠেকানোর কাজ যে মুমিনুল-সাদমান-সাইফরা করতে পারেন, সেটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন ম্যাকেঞ্জি।
সবশেষ টেস্ট সিরিজে ভারতে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। দু’টি টেস্টই শেষ হয় তিন দিনে। লড়াইয়ের ন্যূনতম মানসিকতাও দেখাতে পারেননি তারা। সুনিল গাভাস্কার বলেছিলেন, অর্ডিনারি টেকনিক ও নিবেদন, অর্ডিনারি দল বাংলাদেশ। ভারতের ব্যাটিং কিংবদন্তির সমালোচনা মেনে নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল। ভারত সফরে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি পরিষ্কার ফুটে উঠেছিল। টি-২০ সিরিজ নিয়ে বেশি মনোযোগ দেয়া ছিল টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বড় ভুল। স্পিনারদের সামলানোর প্রস্তুতি নিয়ে ভুগেছিল ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পেসে। অবশ্য রবিচন্দন অশ্বিনের অফস্পিনের বিপক্ষেও সুবিধা করতে পারেননি সফরকারীরা।
এমনিতে নিল ম্যাকেঞ্জি সাদা বলে বাংলাদেশের ব্যাটিং কোচ। পাকিস্তানে না যাওয়ায় কাজ করছেন লাল বলে। ভারত সফরে কিছুটা কাজ করেছিলেন টেস্ট দলের সাথে। এবার আরো বেশি সময় ধরে কাজ করার সুযোগ পেয়েছেন, বেশ উপভোগও করছেন। ম্যাকেঞ্জির কথায়Ñ ‘আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। টি-২০ সিরিজের সাথে যুক্ত নয়, এমন টেস্ট খেলোয়াড়দের সাথে কাজ করে ভালো লাগছে।
প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে এসেছে এমন নতুন কয়েকজনকে আরো ভালো করে জানার সুযোগ পাচ্ছি। ওদের দক্ষতার উন্নয়নের চেষ্টা করছি। গত কয়েক মাসে ভালো ফল পাইনি বলে ছেলেরা বাজে খেলোয়াড় হয়ে যায়নি। ওদের দক্ষতা বৃদ্ধি ও ক্রিকেট সচেতনতা বাড়াতে চেষ্টা করছি।’
ভারতে দুই ম্যাচই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কেবল একটি ইনিংসে দুই শ’ ছাড়াতে পেরেছিল। পাকিস্তানে অপেক্ষা করছে আরেকটি কঠিন চ্যালেঞ্জ। যতটা সম্ভব প্রস্তুতি নিতে চান ম্যাকেঞ্জি। তিনি বলেন, ‘টেস্ট দলের জন্য বাউন্সার খেলা নিয়ে কাজ করছি। আমরা পাকিস্তানের ভালো উইকেটে খেলব, যেখানে বল দ্রুত আসবে। পাকিস্তানের পেসাররা হবে সত্যিকারের হুমকি। তারা সব সময়ই ভালো, বিশেষ করে রিভার্স সুইংয়ের ক্ষেত্রে। তাই আমরা এমন বলে অনুশীলন করছি যেটা স্বাভাবিক বলের চেয়ে একটু বাড়তি লাফায়। সপ্তাহজুড়ে রিভার্স সুইংয়ে অনুশীলন করে যাবো। ওদের বেশ কয়েকজন বাঁ-হাতি পেসার রয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি। কিভাবে সহজে ব্যাট করা যায়, সে উপায় বের করার চেষ্টা করছি।’

 


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল