২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জয়ের ক্ষুধা ছিল না : ম্যাকেঞ্জি

-

বাংলাদেশ দলের সাথে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া ম্যাকেঞ্জি দেশে থাকা টেস্ট দলের সম্ভাব্য সদস্যদের সাথে কাজ করছেন। ওদিকে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থ ব্যাটসম্যানরা। বাংলাদেশ ব্যাটসম্যানদের উন্নতি চোখে পড়ার মতো নয় বলে মন্তব্য করেছেন দলের ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। তার মতে, বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো ক্রিকেটারদের মধ্যে নির্ভয়ে খেলার মন্ত্র ঢুকানোর চেষ্টা করছেন। কিন্তু ক্রিকেটাররা ওই মন্ত্রে বিশ্বাস রাখছেন না।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানের মতে, ‘ইচ্ছার সাথে ব্যাটসম্যানদের ভালো করার ক্ষুধা আছে বলেও মনে হচ্ছে না। কেমন যেন তারা ভীত হয়ে পড়ছে। ডোমিঙ্গোসহ অন্য সবাই ক্রিকেটারদের ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলছেন। দলের অনেকে নতুন, কারো জন্য দলে ফেরার লড়াই। আমরা বুঝি তাদের মধ্যে চাপ আছে। কিন্তু কোচ-নির্বাচকরা তাদের অভয় দিচ্ছেন। মাঠে গিয়ে ঠিকমতো প্রয়োগ করার কথা বলছেন। সেটাই তারা পারছে না।’
তিনি আরো বলেন, ‘ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিক হওয়ার ক্ষুধা নেই। তারা সবসময় পরের ম্যাচ খেলার চিন্তা করে। সেজন্য ৪০-৬০ রান করার মানসিকতা নিয়ে মাঠে নামে। কিন্তু এটা তো ভুল মানসিকতা। আমি তাদের বিশ্বমানের ব্যাটসম্যান বানাতে চাই। বাংলাদেশের সেরা করতে চাই। আমি সেভাবেই উন্নতির চেষ্টা করছি। কিন্তু তাদের পারফরম্যান্স হতাশাজনক।’
ম্যাকেঞ্জির কথায়, ‘এই মুহূর্তে দলে অভিজ্ঞতার অভাব নেই। প্রথম দিনের ব্যাটিংয়েই হতাশার শুরু। ক্রিকেটারদের ভালো করার ইচ্ছার অভাব ছিল। কয়েকবছর ধরে ক্রিকেটারদের স্ট্রাইক রোটেড করে খেলা, বোলারের ওপর চাপ প্রয়োগ করা ইত্যদি বিষয় নিয়ে কাজ করেছি। কিন্তু টি-২০তে ক্রিকেটারদের সেটা প্রয়োগের কোন চেষ্টা চোখে পড়ছে না।’
পাকিস্তান সফরে দলের ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেন ম্যাকেঞ্জি, ‘নতুন কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো বিভিন্ন কম্বিনেশনে দল সাজিয়ে পরীক্ষা করছেন। দলে এখন এক, দুই কিংবা তিনে ব্যাট করার ব্যাটসম্যান বেশি। কিন্তু চার কিংবা পাঁচ-ছয়ে ব্যাট করতে আলাদা কোয়ালিটির ক্রিকেটার দরকার। কারণ তাদের মানসিকতা হতে হয় শক্ত, উইকেটে গিয়েই রান তুলতে হয়। প্রতিভার অভাব নেই দলে। তাদের দলের জন্য স্বার্থপর হতে হবে।’
তামিমের ব্যাটিং নিয়ে নীল ম্যাকেঞ্জি বলেন, ‘আমারও মনে হয় তামিম ধীরে খেলেছে। কিন্তু সে কয়েকটা ইনজুরি পার করে এসেছে। আরো কিছু সমস্যার মধ্যে ছিল। তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সবাই জানে সে কী করতে পারে। দুই ম্যাচে রান পাওয়াটাই তার জন্য গুরুত্বপূর্ণ। তামিম এখন আত্মবিশ্বাস পেয়েছে। এখন তাকে ৫৫ বলে ষাটের ঘরের রানটা আশির কোটায় নিয়ে যেতে হবে।’

 


আরো সংবাদ



premium cement