২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আরো কঠিন হয়ে ফিরব : সাকিব

দলকে জানালেন শুভ কামনা
-

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে না জানানোয় নিষেধাজ্ঞায় আছেন বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। প্রায় তিন মাস হতে চলল তার নিষেধাজ্ঞার। ক্রিকেটপ্রেমীরা তাকে যেমন মিস করেছেন তেমনি সাকিবও মিস করেছেন মাঠ এবং ভক্তদের। তাই সুযোগ পেলেই ফিরে আসার বাণী শোনাচ্ছেন। গতকাল লাইফবয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে জানালেন ক্রিকেটে ফিরবেন এবং আরো কঠিন হয়েই।
তার সাথে লাইফবয়ের সম্পর্কের ৯ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ লাইফবয়ের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। যেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার বলেন, ‘সবকিছু বাদ দিয়ে শুধু ক্রিকেটে সাথে জড়িত ছিলাম। এখন যেহেতু সেই কাজটা নেই, তাই সবকিছু করার সুযোগ হচ্ছে। তবে এই ২২ গজই আমার ঠিকানা। আমি ফিরব, কঠিন হয়ে ফিরব।’
মানুষের ভালোবাসা সাকিবের দায়িত্ব বাড়িয়ে দেয় বলে মনে করেন সাকিব, ‘একটা ভালো জিনিস হচ্ছে বাংলাদেশে এই কথাটা আপনারাও হয়তো অনেক বারই শুনেছেন। প্রচলিত আছে যে জীবিত থাকলে মর্মটা বোঝা যায় না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। আমি খুশি, সবার ভালোবাসা ও সাপোর্ট আসে। এখানে আমার দায়িত্ব আরো বেড়ে যায় স্বাভাবিকভাবেই এবং আমি চেষ্টা করব তাদের এই ভালোবাসার প্রতিদান দেয়ার।’
ক্রিকেটবিহীন জীবন কেমন কাটছে, জানতে চাইলে জবাবে বলেন, ‘এই জিনিসগুলো আমি খুব একটা শেয়ার করতে চাই না। যদি ও রকম কোনো পরিস্থিতি আসে, তখন যদি মনে হয় শেয়ার করা দরকার, তখন দেখা যাবে।’
সব ঠিকঠাক থাকলে, পাকিস্তান সফরেও হয়তো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতেন সাকিব আল হাসান। কিন্তু পরিস্থিতি বিচেনায় তিনি নেই। নিষেধাজ্ঞায় থাকা এই অলরাউন্ডার পাকিস্তান সফরের জন্য শুভকামনা জানিয়েছেন দলকে।
‘আমি আশা করি, সবাই যেন নিরাপদে যেতে পারে এবং খেলে ফিরে আসতে পারে। অবশ্যই যেন বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে। শ্রীলঙ্কা শেষবার যখন গেল ৩-০-তে জিতে এসেছে পাকিস্তানের বিপক্ষে। আমাদেরও ভালো ফল করা উচিত।’


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল