২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যেকোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত শান্ত

-

পাকিস্তান সফরকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি। গতকাল মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগাররা। এ দিন ক্যাম্পে যোগ দেন প্রথম দিনে অনুশীলনে না থাকা মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান। অনুশীলনের ফাঁকে এবারের বিপিএলে একমাত্র দেশী সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত জানালেন, বিপিএল থেকে পাওয়া আত্মবিশ্বাসটা পাকিস্তান সফরে কাজে লাগাবেন। যদিও সদ্য সমাপ্ত বিপিএলে প্রথম দিকে ছন্দে ছিলেন না। পরে অবশ্য ঠিকই রানখরা কেটেছে। আর দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করতে রাজি আছেন।
পাকিস্তান সফরে বাংলাদেশ দলে রয়েছেন ছয়জন ওপেনার। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ ও আফিফ হোসেন। এরপর আবার শান্ত। তাই একাদশে জায়গা পেলে শান্তের ব্যাটিং পজিশন পরিবর্তন হবে সেটিই স্বাভাবিক। তাই যেকোনো পজিশনেই ব্যাট করতে প্রস্তুত শান্ত। শান্ত বলেন, ‘পজিশন নিয়ে কোনো চিন্তা করি না। যেহেত দলে সুযোগ এসেছে সেহেতু সব জায়গায় সব পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। যেখানে খেলবে, চেষ্টা করব পারফর্ম করার। যেখানেই খেলি ব্যাটিং করে ইনশা আল্লাহ ভালো করার চেষ্টা করব।’
আগামীকাল তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সফরকে সামনে রেখে ইতোমধ্যে গত রোববার থেকে প্রস্তুতিও শুরু করেছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজটাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না টাইগার বাহিনীর সদস্যরা। সাকিব তো আগে থেকেই নেই। মুশফিকুর রহীম ছাড়া দলের বাকি সব সিনিয়র ক্রিকেটার যাচ্ছেন এই সফরে।
আত্মবিশ্বাসী শান্ত বলেন, ‘মনে হচ্ছে আমার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। মানসিকভাবে আমি এখন জানি, এই ফরম্যাটে রান করা সম্ভব। যেহেতু প্রথমে কয়েকটা ম্যাচ রান করিনি, একটু কনফিডেন্সের অভাব ছিল। নিজেকে ওভাবেই প্রস্তুত করেছি যে, আমি এই ফরম্যাটেও রান করতে পারি। এই বিশ্বাসটা নিজের মধ্যে আনার চেষ্টা করেছি। এই বিশ্বাসটা আসার কারণেই শেষের কয়েকটা ম্যাচে ভালো রান করেছি।’
তবে শান্ত টপ অর্ডারে ব্যাট করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তামিম, লিটন, আফিফ সবাই বিপিএলে রান পেয়েছেন, যার কারণে টপ অর্ডারে জায়গা পাওয়াটাও বেশ কঠিন। বাস্তবতাকে মাথায় রেখেই নিজেকে প্রস্তুত করছেন তিনি, ‘সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করি, সেখানে ব্যাটিং করলে তো অবশ্যই ভালো লাগবে। প্রফেশনাল প্লেয়ারদের যে পজিশনেই ব্যাটিংয়ের সুযোগ আসবে সেখানেই রান করতে হবে। আমি মনে করি বড় প্লেয়াররা যেকোনো জায়গায় ভালো করতে পারেন। আমি অত বড় প্লেয়ার না হলেও চেষ্টা থাকবে সব পজিশনেই ক্রিজে নেমে দলের জন্য অবদান রাখার।


আরো সংবাদ



premium cement
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে : আইজিপি সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল

সকল