২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইসিসির চাপ ছিল : পাপন

বোর্ড সভাপতিও যাচ্ছেন পাকিস্তানে
-

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল পাকিস্তান সফরের প্রথম অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বিপিএল চলাকালীন ভিন্ন ভিন্ন দলে ছিলেন তামিম, মাহমুদউল্লাহ, লিটনরা। কিন্তু এ দিন তারা এক শিবিরে। অনুশীলন করলেন এক সাথে। তাদের অনুশীলনের ফাঁকেই বিসিবি প্রধান নির্বাহীকে নিয়ে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কথা বললেন ক্রিকেটারদের সাথে। কুশল বিনিময় করলেন কোচিং স্টাফদের সাথে। পরে প্রায় ৪০ মিনিট বোর্ড সভাশেষে বেরিয়ে যাওয়ার মুহূতটি হাতছাড়া করতে চাননি মিডিয়াকর্মীরা। আর অবশ্যই এতে স্থান পেয়েছে পাকিস্তান ইস্যু। পাপনও নিরাশ করলেন না। সব প্রশ্নের উত্তর দিলেন সাবলিল ভঙ্গিতে। জানালেন পাকিস্তান সফর নিয়ে ক্রিকেট অভিভাবক সংস্থা আইসিসিরি চাপ ছিল। তারা এই সফরকে নজরদারিতে নিবে। তা ছাড়া তিনি নিজেই পাকিস্তান যাবেন। দলের সাথে থাকবেন খাবেন।
পাকিস্তান সফরের প্রস্তুতির প্রথম দিন ক্রিকেটার, কোচ, নির্বাচক ও বোর্ড কর্তাদের সাথে অল্প সময়ের জন্য কথা বলতে গতকাল বিসিবিতে এসে নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আইসিসির থেকেই চাপ ছিল এবং পাকিস্তানে তিনবার যাওয়া ও টেস্ট খেলার পেছনে সেটাই মূল কারণ। বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তান সফর নিয়ে বলেন, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। আর আইসিসিও এ সিরিজ মনিটর করবে। আইসিসি লোকজন সিরিজ সরেজমিন তদারকে পাকিস্তানে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি শুধু দ্বিপক্ষীয় সিরিজ হতো তাহলে একটা কথা। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে আইসিসির। বলতে গেলে এটা অনেকটা বিশ্বকাপ। আমরা টি-২০ খেলছি, ওয়ানডে খেলছি। এখন ওরা (আইসিসি) শুরু করেছে টেস্ট হোম এবং অ্যাওয়ের ভিত্তিতে হবেই। কাজেই এখানে তো আর কোনো অপশন নেই। আমি মনে করি এখানে অংশ নেয়াটা অবশ্যই প্রয়োজন। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আমাদের অংশ নেয়া উচিত।’
মাঠে দু’টি কারণে এসেছেন এই সভাপতি। প্রথমত, যারা পাকিস্তানে যাবে তাদের সবাইকে এক সাথে শেরেবাংলা স্টেডিয়ামে দেখা পাবেন। অন্যটি তিনি দু’দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন। তাকে না পেলে ক্রিকেটাররা ভাবতে পারেন, পাকিস্তানে সফর দিয়ে সভাপতি ‘লাপাত্তা’। পাকিস্তান যাওয়া নিয়ে পাপন বলেন, ‘ওদের আত্মবিশ্বাস দিতেই তো মাঠে এসেছি। আবার পাকিস্তানেও যাচ্ছি ওদের সাহস দিতে।’
বিসিবি সভাপতি ক্রিকেটারদের বলেছেন, ২৩ জানুয়ারি পাকিস্তানে গিয়ে তাদের সাথে দেখা হবে। সাথে সাপোর্ট স্টাফরা কারা যাচ্ছেন তারও চূড়ান্ত খোঁজ নিলেন। যেমন তিনি জানালেন, বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু যাচ্ছেন পাকিস্তানে। আকরাম খান যাচ্ছেন তাকে নিশ্চিত করতে বলেছেন সেটাও। নিরাপত্তা বিষয় নিয়ে বললেন, ‘পাকিস্তানের কড়া নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ থেকেও একটি অগ্রবর্তী নিরাপত্তা দল যাবে সেখানে। এনএসআই, ডিজিএফআই থেকেও লোক যাওয়ার কথা। আমাদের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে যত প্রস্তুতি আছে, সব নেয়া হবে।’
পাশাপাশি নিরাপত্তা নিয়ে ক্রিকেটারদের সাথে আলাপ করতে চাননি বলেও জানালেন পাপন, ‘আমি ওদের সাথে নিরাপত্তা নিয়ে আলাপ করতেই চাইনি। কথা উঠেছিল হালকা, আমি বলেছি চিন্তার কিছু নেই। খেলা নিয়ে চিন্তা করতে বলেছি। এসব চিন্তা থাকলে তো ন্যাচারাল পারফরম্যান্স আসবে না। মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। টি-২০ এমনিতেই টেনশনের খেলা। সেকেন্ডে খেলা ঘুরে যায়। ওদেরকে বললাম যে চিন্তার কিছু নেই, ঠাণ্ডা মাথায় খেলবে। ইনশা আল্লাহ কিছু হবে না। আমি আসছি, এক সাথে থাকব, এক সাথে খাবো। কোনো অসুবিধা নেই।’
এমনিতে বাংলাদেশের প্রায় প্রতিটি বিদেশ সফরে বিসিবি সভাপতিসহ বোর্ডের অনেক বড় কর্তাদের যেতে দেখা যায়। এই সফরকেও অন্যান্য সফরের মতো করে দেখা হবে বলে জানালেন বিসিবি সভাপতি। প্রধান নির্বাচক, বিসিবির প্রধান নির্বাহী ও আরো কয়েকজন পরিচালক যাবেন পাকিস্তনে। পাপন জানান, পাকিস্তানে ২৩ জানুয়ারি সকালে পৌঁছাবেন ক্রিকেটাররা। যেহেতু তারা খেলার মধ্যে ছিলেন তাই পাকিস্তানে আলাদা অনুশীলন করবেন না। তবে ২৩ জানুয়ারি বিকেলে অল্প অনুশীলন সেশন আছে তাদের।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল