২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ক্যাম্প ছাড়লেন ইয়াসিন শঙ্কায় জামাল

-

বাদশা, সোহেলের পর এবার জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হলো ডিফেন্ডার ইয়াসিন খানকেও। জ্বরে আক্রান্ত এই স্টপার ব্যাক। তাই কাল তিনি হোটেল সোনারগাঁও ছেড়ে ক্লাবে চলে গেছেন। অন্য ফুটবলারের মধ্যে যাতে জ্বর ছড়িয়ে না পড়ে তাই ক্লাবে পাঠিয়ে দেয়া হয়েছে। এর আগে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা এবং গোলরÿক শহীদুল আলম সোহেল ক্যাম্প ছেড়ে যান জ্বরের কারণে। বাদশার বিকল্প মনজুরুর রহমান মানিককে নেয়া হলেও সোহেল বা ইয়াসিনের বিকল্প কাউকে নেয়া হবে না। জানান, বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। সুস্থ হলে তারা আবার ফিরে আসবেন ক্যাম্পে। অবশ্য ততদিন পর্যন্ত বাংলাদেশ দল টুর্নামেন্টে টিকে থাকলেই হলো।
এ দিকে আজ খেলা নিয়ে সংশয় অধিনায়ক জামাল ভূঁইয়ার। আজ তার খেলা নাও হতে পারে শ্রীলঙ্কার বিপÿে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। গতকালও অনুশীলনে নামেননি তিনি। বিশ্রামে ছিলেন। হ্যামেস্ট্রিংয়ে চোট। বরফ দেয়া হচ্ছে ফিট করে তোলার জন্য। আজ সকালে তার সর্বশেষ টেস্ট হবে। তাতে ফিট প্রমাণিত হলে বিকেলে মাঠে নামবেন লালসবুজদের নেতৃত্ব নিয়ে। অবশ্য রুপুর আশাবাদ, আজ খেলবেন জামাল। কোচ তাকে বিশ্রাকে রেখেছেন।


আরো সংবাদ



premium cement