২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারত-অস্ট্রেলিয়া ‘ফাইনাল’ আজ

-

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এখন ১-১ সমতা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। তাই সিরিজ জয়ের লÿ্য নিয়ে আজ ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে।
প্রথম ম্যাচে হেরে ১-০ তে পিছিয়ে পড়লেও শুক্রবার দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে বিরাট কোহলির দল। ওপেনার শিখর ধাওয়ানের ৯৬, লোকেশ রাহুলের ৫২ বলে ৮০ ও কোহলির ৭৮ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪০ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। সিরিজ জয় নিশ্চিতের জন্য ৩৪১ রান করতে হতো অস্ট্রেলিয়ার; কিন্তু ভারতের বোলারদের নৈপুণ্যে ৩০৪ রানের বেশি করতে পারেনি অজিরা। তাই সিরিজে সমতা আনতে পারে ভারত। আর এটিই আত্মবিশ্বাসী করছে ভারতকে।


পিছিয়ে পড়েও সমতা আনতে পারায় দল এখন আত্মবিশ্বাসী বলে জানালেন আগের ম্যাচের সেরা লোকেশ রাহুল। তাই সিরিজ জয়ের জন্য তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে ভারত বলে জানান তিনি, ‘সিরিজে কিভাবে ফিরে আসতে হয়, তা আমরা করে দেখিয়েছি। দলগত পারফরম্যান্সে সিরিজে সমতা আনতে সÿম হয়েছি আমরা। এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে পুরো দল। সেই লÿ্য নিয়েই ব্যাঙ্গালুরুতে খেলতে নামব আমরা। এ ম্যাচেও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই আমরা।’
অন্য দিকে দ্বিতীয় ম্যাচে হারলেও লক্ষ্য থেকে সরে আসেনি অস্ট্রেলিয়া। সিরিজ জয়ই তাদের প্রধান লক্ষ্য বলে জানান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি, ‘সিরিজে লিড পেলেও দ্বিতীয় ম্যাচটি আমাদের হারতে হয়েছে। ভারত ওই ম্যাচে অনেক বেশি ভালো খেলেছে। তাদের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। ম্যাচ হারলেও আমরা ভেঙে পড়িনি। সিরিজ জয়ের ব্যাপারে এখনো আমরা আশাবাদী। এ জন্য আমাদের অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাঙ্গালুরুতে নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জিততে চাই আমরা।’

 


আরো সংবাদ



premium cement