১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় ফুটবলের ফল

-

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে গতকাল শনিবার ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হালিমের গোলে নরসিংদী ১-০ গোলে চাঁদপুরকে, সোহেলের গোল বরিশাল ১-০ গোলে বাগেরহাটকে, সবুজ মৃধার গোলে পটুয়াখালী ১-০ গোলে বরগুনাকে হারায়। ভোলা ৩-১ গোলে হারিয়েছে ঝালকাঠিকে। ভোলার এনাম ২টি এবং সোহেল অপর গোল করেন। ঝালকাঠির গোলদাতা শাফিল। সাতÿীরা ৪-১ গোলে হারিয়েছে পিরোজপুরকে। জয়ী দলের আরিফ, মহানন্দ, লিটন ও বেলাল গোল করেন। পিরোজপুরের গোলদাতা তরিকুল। হবিগঞ্জ ১-০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে। গোলদাতা অপি। আকাশ সাহার গোলে মৌলভীবাজার ১-০ গোলে সুনামগঞ্জকে হারায়। ঝিনাইদহ ২-০ গোলে হারিয়েছে মাগুরাকে। গোলদাতা নজরুল ইসলাম ও শিমন আহমেদ টিটু। ১-১ গোলে ড্র করেছে নড়াইল ও খুলনা। নড়াইলের গোলদাতা ইমন এবং খুলনার ফেরদৌস। তরু ও শামীমের গোলে চুয়াডাঙ্গা ২-১ গোলে মেহেরপুরকে হারায়। রংপুর ২-১ গোলে হারিয়েছে গাইবান্ধাকে। গোলদাতা শামীম মিয়া। লালমনিরহাট ২-১ গোলে হারিয়েছে পঞ্চগড়কে। বিজয়ী দলের রাকিবুজ্জামান ও সাকিব এবং পঞ্চগড়ের জাহাঙ্গীর গোল করেন। কুড়িগ্রাম ১-০ গোলে দিনাজপুরকে হারিয়েছে। গোলদাতা মুরাদ। ঠাকুরগাঁও ৪-১ গোলে নীলফামারীকে হারিয়েছে। ইউনুস ২টি এবং মামুন ও সাজিদ বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন। নীলফামারীর গোলদাতা খায়রুল। জসিম তালুকদারের জোড়া গোলে গোপালগঞ্জ ২-১ গোলে হারিয়েছে যশোরকে। যশোরের গোলদাতা রানা বিশ্বাস।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল