২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পিছিয়ে পড়লেই জ্বলে উঠে বুরুন্ডি বুরুন্ডি ৩:১ সেশেলস

-

এই বঙ্গবন্ধু গোল্ডকাপের সব চেয়ে ভালো দল বুরুন্ডি। তবে তারা দুই ম্যাচেই আগে গোল হজম করেছে। এরপর জ্বলে উঠে তুলে নিয়েছে জয়। আগের ম্যাচে মরিশাসের মতো গতকালও সেশেলসের বিপÿে প্রথমে পিছিয়ে পড়া। এরপর ম্যাচে ফিরে দারুণ জয় তুলে নেয়া। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেশেলসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে ফিফা র্যাংকিংয়ে ১৫২তে থাকা দলটি।
টানা দুই জয় তাদের আসরের ‘বি’ গ্রæপের চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে গেছে শেষ চারে। সেমিতে তারা পাবে ‘এ’ গ্রæপ রানার্সআপ বাংলাদেশ অথবা শ্রীফঙ্কাকে। অন্য দিকে সেমিতে যেতে আগামীকাল পরস্পরের ম্যাচে জিততে হবে মরিশাস ও সেশেলসকে। প্রথম ম্যাচে বুরুন্ডি ৪-১ গোলে জিতেছিল।
ম্যাচের ২৬ মিনিটে বুরুন্ডির ডিফেন্ডারদের ভুলে লিড নেয় ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সেশেলস। পিরে মোনায়ির শটে পার¯Í বুরুন্ডির কিপার। ২৯ মিনিটে গারবাইসের শট ঠেকান বুরুন্ডির গোলরÿক। গোল হজমের আগ পর্যন্ত খুঁজেই পওয়া যাচ্ছিল না বুরুন্ডিকে। এমনকি প্রথমার্ধের বাকি সময়েও। তবে বিরতির পর আসল চেহারায় গত আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে খেলা দলটি। ৫৫ মিনিটে আগের ম্যাচে হ্যাটট্রিক করা জসপিন শিমিরিমানার হেডে সমতা বুরুন্ডির। আসমান ডিকুমানার ক্রস গোলরÿকের হাত ফসকে গেলে তাতে হেড নেন জসপিন। ৬০ মিনিটে দেয়ন মোতে ডান পায়ের টোকায় ব্যবধান বাড়ান। ৬২ মিনিটে ম্যাচ নিজেদের করে নেয় বুরুন্ডি। লব থেকে আসা বল আগুয়ান গোলরÿকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আসমান ডিকুমান।

 

ম্যাচ শেষে বুরুন্ডির কোচ জসলিন ব্যাপটিস্টা জানান, ‘প্রথমে গোল হজম করার পরও আমরা বিচলিত হইনি। গোল করার ÿমতা আমাদের আছে, তা আমরা জানি। এখন সেমিতে বাংলাদেশ বা শ্রীলঙ্কা যেই আসুক সমস্যা নেই।’ অন্য দিকে সেশেলস কোচ জেন লুইসের মন্তব্য, এগিয়ে যাওয়ার পর আমাদের ফুটবলাদের মনসংযোগে বিঘœ ঘটে। এরপরও গোল মিস আমাদের জিততে দেয়নি।

 


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল