২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইনজুরি টাইমে ফিলিস্তিনের স্বস্তি ফিলিস্তিন ২:০ শ্রীলঙ্কা

-

ম্যাচ ফিলিস্তিন এবং শ্রীলঙ্কার। তবে এই ম্যাচের দিকে শ্যেন দৃষ্টি ছিল বাংলাদেশ দলের। এই খেলার ফলাফলের ওপর যে লাল-সবুজদের লক্ষ্য স্থির হবে আগামীকাল। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দ্বীপরাষ্ট্রটি। গতকাল লাল-সবুজরা চেয়েছিল লঙ্কানদের হার। তাদের সেই প্রত্যাশা পূরণ কর দিয়েছেন বঙ্গবন্ধু গোল্ডকাপের গতবারের চ্যাম্পিয়নরা। নব্বই মিনিট পর্যন্ত অবশ্য কোনো দলই গোল পায়নি। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ফিলিস্তিনি ঝড়। এই সময়ে তাদের করা জোড়া গোল এখন আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বাধ্যবাধকতা দাঁড় করিয়েছে জেমি জামালদের। অন্য দিকে টানা দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গেছে ফিলিস্তিন। এখন শেষ চারে যাওয়ার দৌড়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
লঙ্কানদের জালে দুইবার বল যাওয়ায় কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবির। তবে তিন গোল হলে একটু সুবিধা হতো। তাহলে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের ড্র করলেই চলত। তবে র্যাংকিংয়ে ২০৫ এ থাকা দল শ্রীলঙ্কা অপেক্ষাকৃত ভালো খেলেছে কাল। নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে চেষ্টা করেছে পাকির আলীর প্রশিক্ষণে গড়া দলটি। ড্র করলে তারা খানিকটা এগিয়ে থাকত বাংলাদেশের চেয়ে। যদিও তা আর হয়নি।
অন্য দিকে ঘরোয়া লিগের খেলোয়াড় নিয়ে আসা ফিলিস্তিনও সুবিধা করতে পারছিল না। তাই তাদের দ্বিতীয় জয় পেয়ে অপেক্ষা করতে হয় ইনজুরি টাইম পর্যন্ত। অবশ্য ৪৪ মিনিটে তাদের একটি প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। ৫৬ মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ফানার্ন্ডোর শট গোললাইন থেকে ঠেকান ফিলিস্তিনের ডিফেন্ডার।
ম্যাচ যখন ইনজুরি টাইমে গড়ায় তখন বেশ আশাবাদী ছিলেন সাফ অঞ্চলের খেলোয়াড়ারা। এক পয়েন্ট হয়তো এসে যাবে। ঠিক তখনই সর্বনাশ। ৯৩ মিনিটে ম্যাচের প্রথম গোল। বাম দিক থেকে আসা ক্রসে অধিনায়ক আবু ওয়ারদার হেড চলে যায় জালে। এরপর লঙ্কানরা গোল পরিশোধের চেষ্টা চালায়। ৯৫ মিনিটে কর্নারও পায় তারা। কিন্তু সেই কর্নার ক্লিয়ার করে কাউন্টারে গোল আদায় করে দলের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার খালেদ সালেম। বাংলাদেশের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ফিলিস্তিন এখন সেমিতে পাবে ‘বি’ গ্রুপ রানার্সআপকে।

 


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল