২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ ভয়ঙ্কর দল : মিসবাহ

-

বাংলাদেশ টি-২০ দলটি অনেক বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। টাইগারদের বিপক্ষে নিজ মাঠে আসন্ন টি-২০ সিরিজের আগে নিজ দলকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
টি-২০ র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ রয়েছে নবম স্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৭। র্যাংকিং বলছে, আসন্ন সিরিজে স্পষ্টভাবেই ফেভারিট পাকিস্তান। তার ওপর আবার নিজ মাটিতে খেলতে নামবে পাকিস্তান। তবে সম্প্রতি টি-২০ তে যাচ্ছেতাই পারফরম্যান্স দলটির। ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর দু’টি টি-২০ সিরিজের দু’টিতেই হেরেছে পাকিস্তান।
গত অক্টোবরে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে তারা। তাই দু’টি সিরিজে হারের লজ্জা নিয়ে এবার বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
তাই সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রতিপক্ষকে চিন্তায় রেখে পাকিস্তানকে সতর্ক করে দিলেন মিসবাহ, ‘সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। সম্প্রতি তারা অনেক ক্রিকেট খেলছে। এমন অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানে খেলতে আসছে বাংলাদেশ। এই ফরম্যাটে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশও দু’টি সিরিজ খেলেছে। একটি ত্রিদেশীয় ও অন্যটি দ্বিপক্ষীয় সিরিজ। দেশের মাটিতে আফগানিস্তান-জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। ফাইনালে উঠলেও বৃষ্টির কারণে আফগানিস্তানের সাথে শিরোপা ভাগাভাগি করে বাংলাদেশ। গেল নভেম্বরে ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজ হাড্ডাহাড্ডি লড়াই করে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি জয় দিয়ে সিরিজ শুরু করেছিল। ৭ উইকেটে জয় ছিল টাইগারদের। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে লজ্জা এড়ায় ভারত।
তাই বাংলাদেশের বর্তমান পারফরম্যান্সের খবর জানেন মিসবাহ। তিনি বলেন, ‘সিরিজে ভালো করতে হলে সেরাটা দিয়ে খেলতে হবে আমাদের। আমরা জানি বাংলাদেশ যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমাদের জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে।’
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত তিনটি দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ খেলেছে। সবই ছিল এক ম্যাচের।
এর মধ্যে দু’টি পাকিস্তান এবং বাংলাদেশ একটিতে জয় পায়। সর্বশেষ ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছিল মাশরাফি নেতৃত্বাধীন দলটি। জয় ছিল ৭ উইকেটে। এ ছাড়া এখন পর্যন্ত ১০টি টি-২০ ম্যাচে একে-অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। আটটিতে পাকিস্তান এবং দুইটিতে জয় পায় বাংলাদেশ।

 

 


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল