২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোয়ার্টার ফাইনালে মিনহাজ অহিদুল জুটি

-

ইউনেক্স- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে অন্য বাংলাদেশীদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে আশা জাগাচ্ছেন মিনহাজ মোহাম্মদ ও মোজাম্মেল হোসেন অহিদুল। কাল পুরুষ দ্বৈতে তারা উজবেকিস্তানের জুটিকে ২-০ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। ২২-২০ ও ২১-১৫ ছিল দুই গেমের ফলাফল। অথচ দুইজনই জাতীয় দলের বাইরের খেলোয়াড়। এদের আনন্দে উল্লসিত কোচ তারিক মাহমুদ জানান, ‘আমি খুব আনন্দিত। ১২ বছর ধরে তাদের তালিম দিচ্ছি।’ এ দিকে আরেক দ্বৈতে আবদুল হাকিম লোকমান ও গৌরব সিংহ জুটি ভারতীয় প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন। মহিলা দ্বৈতে এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি ভারতীর প্রতিপক্ষের কাছে কোয়ার্টার ফাইনলে পরাজিত হন।
এবারের এস এ গেমসে রৌপ্যজয়ী উর্মী খাতুন। চলমান আসরে মহিলা এককে তাকে ঘিরেই স্বপ্ন ছিল বাংলাদেশের। তবে ইনজুরি তাকে ছিটকে দিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে। গত পরশু তিনি পায়ের ইনজুরিতে পড়েন। এ কারণে কাল তার খেলা হয়নি ভারতের ইরা শর্মার বিপক্ষে। ফলে ওয়াকওভার পান ইরা। উর্মীর কারণে কপাল পুড়ল দুলালী হালদারেরও। দ্বৈতে উর্মীর পার্টনার ছিলেন দুলালী। কিন্তু উর্মীর ইনজুরির জন্য বাইলজ অনুযায়ী দুলালীকেও ওয়াকওভার দিতে হয়। ফলে তাদের বিপক্ষে না খেলেই সেমিতে চলে গেছেন মালয়েশিয়ান শাটলাররা। উর্মী তার ইনজুরির কথা কোচকে জানাননি। এমনকি পায়ের চোট পাওয়া স্থানে বরফও লাগাননি।

 


আরো সংবাদ



premium cement