২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমাদের সবার জন্যই বড় অর্জন : আফিফ

-

দাপট দেখিয়েই সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ জিতেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। লিগ পর্ব ও ফাইনালে সেরা পারফরম্যান্সই প্রদর্শন করেছে বাংলাদেশ। তাই স্বর্ণপদক প্রাপ্যই ছিল বাংলাদেশের। আর এটিকে সবচেয়ে বড় অর্জন বলেই মনে করছেন বাংলাদেশের বাঁ হাতি আফিফ হোসেন। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএর) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আজ নিজ দল রাজশাহী রয়্যালসের প্রথম ম্যাচের আগে আজ এসএ গেমস নিয়েও কথা বলেন আফিফ। তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই বড় অর্জন। শুরু থেকেই আমাদের ভাবনা ছিল, এটি অর্জন করতে পারলে আমরা অনেক খুশি হতে পারব। আমরা সবাই খুশি।’
দেশের হয়ে স্বর্ণ এনে দিতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবচ্ছেন আফিফ। তিনি বলেন, ‘দেশের জন্য ভালো, এমন কিছু করার সুযোগ সবার ভাগ্যে আসে না। আমাদের জীবনে এই সময়টা এসেছে, আমরা অনেক ভাগ্যবান যে এমন একটি টুর্নামেন্ট খেলতে পেরেছি ও সাফল্য নিয়ে ফিরতে পেরেছি।’
নেপালের শুরুর দিকে কন্ডিশনের সাথে লড়াই করতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। এমনকি উইকেটও কঠিন ছিল বলে জানান আফিফ, ‘আমাদের খেলা দেখতে যতটা সহজ মনে হয়েছে, কাজটা ততটা সহজ ছিল না। শুরুতে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হয়েছে আমাদের। ঠাণ্ডা বেশি ছিল। উইকেট অনেকটাই আলাদা ছিল, কঠিন ছিল। রান করাটা কঠিন ছিল। সব মিলিয়ে পরে আমরা ভালো মানিয়ে নিতে পেরেছি।’
স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এসএ গেমসে খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো এসএ গেমসে খেলতে যাওয়ায় দলের সবাই রোমাঞ্চিত জানিয়ে আফিফ বলেন, ‘আমরা এ রকম টুর্নামেন্ট আগে কখনো খেলিনি। অনেক রোমাঞ্চিত ছিলাম সবাই। শুরু থেকেই সবাই চেষ্টা করেছি চ্যাম্পিয়ন হতে।’

 


আরো সংবাদ



premium cement
আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান

সকল