২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা-রাজশাহী দুই দলেরই চাওয়া জয়

-

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের তৃতীয় ও আজ মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। এবারের আসরে দুই দলের প্রথম ম্যাচ এটি। তাই দুই দলই চায় জয় দিয়ে বিশেষ বিপিএল শুরু করতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালসের দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে।
মাশরাফি বিন মর্তুজা-তামিম ইকবাল-এনামুল হক বিজয়-শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরাদের নিয়ে গড়া ঢাকা প্লাটুন। কাগজে-কলমে বেশ শক্তিশালী দলটি। ব্যাটিং লাইন-আপের সাথে বোলিং বিভাগের সমন্বয়টা ভালোই ঢাকা প্লাটুনের। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও, মাঠে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে পুরো দল বলে জানালেন ঢাকা প্লাটুনের ওপেনার এনামুল, ‘আমরা সবাই এক সাথে অনেক দিন ধরে খেলেছি। শেষ যে দলে খেলেছি সেই দলের অনেক দেশী-বিদেশী খেলোয়াড় এখানে আছে। এজন্য আমাদের মধ্যে বোঝাপড়াটা খুবই আলো। কোচও আগের বছর যিনি ছিলেন তিনিই আছেন। সেই জন্য আমি বলতে চাইছি আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা নিজেদের সেরা খেলাটা দেয়ার চেষ্টা করছি এবং সবাই সেটা নিয়েই আলোচনা করছি। নিজেরা চেষ্টা করছি যে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে। আমার কাছে মনে হয়, এই বিষয়টি আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা।’
দীর্ঘ দিন পর আজকের ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওপেনার তামিম ইকবাল। দু’জনই ইনজুরিতে ভুগেছেন। এ ছাড়া দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার কারণে গেল মাসে ভারত সফরে যাননি তামিম। তবে সুস্থ হয়ে ওঠায় আবার ব্যাট-বল হাতে মাঠে নামছেন ঢাকা প্লাটুনের দুই সেরা তারকা মাশরাফি-তামিম। এ ব্যাপারে এনামুল বলেন, ‘মাশরাফি ভাইয়ের প্রতিটা বলই জায়গায় পড়ছে। আলহামদুলিল্লাহ এটি দারুণ এক ব্যাপার। এত দিন পর এসেও বল এক জায়গায় করতে পারছেন। তামিম ভাইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি রানের মধ্যেই আছেন। আমার কাছে মনে হয় তারা দুইজন দারুণ অবস্থায় আছেন। ইনশাআল্লাহ্ দলের জন্য খুব ভালো অবদান রাখবেন তারা।’
ঢাকা প্লাটুনের মতো জয় দিয়ে এবারের আসর শুরুর কথা বললেন সাউথ এশিয়ান গেমস থেকে স্বর্ণ জয় করে দেশে ফেরা আফিফ হোসেন। আজকের ম্যাচ নিয়ে রাজশাহী রয়্যালসের ব্যাটসম্যান আফিফ বলেন, ‘টুর্নামেন্টে মোমেন্টাম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। শুরুটা ভালো করতে পারলে টুর্নামেন্টে সবকিছুই ভালো যায় সব দলের জন্য। আশা করছি শুরুটা ভালো করতে পারব। আমাদের দল ভালো, কম্বিনেশন ভালো। সবাই একসাথে পারফর্ম করে ভালো কিছু করতে চাই।’
এবারের বিশেষ আসরে রাজশাহী রয়্যালসের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। রাসেলের অধিনায়কত্ব নিয়ে আফিফ বলেন, ‘এরকম একজন বিশ্বমানের ক্রিকেটারকে আমরা অধিনায়ক হিসেবে পেয়েছি, আমরা খুবই সৌভাগ্যবান। তার মতো একজন ক্রিকেটারের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব, অনেক কিছু শেখার চেষ্টা করব। তার হাত ধরে আমরা যেন পুরো টুর্নামেন্টে ভালো করতে পারি, সেই আশা করব।’
ঢাকা প্লাটুন : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মোমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলী অনিক, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস ও শহীদ আফ্রিদি।
রাজশাহী রয়্যালস : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।


আরো সংবাদ



premium cement