২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অঘোষিত ফাইনালে আজ

-

তিন ম্যাচ টি-২০ সিরিজের অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে নজর রেখে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ শুরু করে দুই দল। প্রথম টি-২০ ম্যাচে ভারত, দ্বিতীয়টিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই রান চেজ করে ম্যাচ যথাক্রমে ৬ ও ৮ উইকেটে জয় পেলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আর সেই ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের জয়ী দল জিতে নিবে সিরিজ। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
১-১ সমতা নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের জন্য মরিয়া দুই দলই। ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমাদের শুরুটা দারুণ ছিল। বড় স্কোর তাড়া করে ম্যাচ জিতেছি। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমাদের ভাগ্য সহায় ছিল না। ব্যাটিং-এ ৩০ রান কম হয়েছে। বোলিং-ফিল্ডিং খুবই বাজে ছিল। তবে তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের লক্ষ্যে মোম্বাইয়ে তিন বিভাগেই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’
এ দিকে সিরিজ জয়ের চোখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ডেরও, ‘টি-২০ ক্রিকেটে আমরা অসাধারণ এক দল। আমাদের এই দলে মারমুখী ব্যাটসম্যান রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে জয় ছিনিয়ে নিতে পারে। দ্বিতীয় ম্যাচে সিমন্স এক প্রান্ত আগলে দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছে। তৃতীয় ম্যাচেও দল ভালো করবে বলে আমি আশাবাদী। সিরিজ জয়ের জন্য সতীর্থরা মুখিয়ে আছে।’

 


আরো সংবাদ



premium cement