১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অভিষেকে বাজিমাতের প্রত্যাশা

-

দরজায় কড়া নাড়ছে বিপিএল। জমকালো উদ্বোধনী ও মাঠে উত্তেজনায় ঠাসা ক্রিকেটের প্রদর্শনী নিশ্চিত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও দর্শক নন্দিত টুর্নামেন্টের ২০১৯-২০ সংস্করন সর্বাত্মক গুরুত্ব পাচ্ছে আয়োজনের সাথে সংশ্লিষ্টদের কাছে। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপনের উচ্ছ্বাস অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার টি-২০ লিগের (বিপিএল) সপ্তম আসরের ব্যাট-বলের লড়াইয়ে। ২০ ওভারের ফরম্যাটের বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতেই আসছে ১১ ডিসেম্বর শুরু হবে ৭ ফ্র্যাঞ্চাইজির মধ্যকার ‘বঙ্গবন্ধু বিপিএল’ জেতার মাঠের লড়াই। টি-২০ ফরম্যাটে টাইগার ক্রিকেটের ‘বিশেষায়িত’ সংস্করণে পারফরম্যান্স প্রদর্শনে বিপিএল অভিষেক স্মরণীয় করতে উদগ্রীব প্রতিভাবান ক্রিকেটারদের অনেকেই। ক্যারিয়ারের প্রথম টুর্নামেন্ট সত্ত্বেও ২২ গজের উইকেটে বাজিমাতের সম্ভাবনায় শীর্ষে থাকা নতুন মুখ তিন ক্রিকেটারকে নিয়েই এই প্রতিবেদন..
আমিনুল ইসলাম বিপ্লব
টাইগার ক্রিকেটের নতুন সেনসেশন। স্পিন বোলিং ইতিহাসের বহুল আলোচিত ও বিশেষ প্রতিভা হিসেবে সর্বত্র সমাদৃত ‘গুগলি’ প্রতিভার জীবন্তস্বরূপ ২০ বছর বয়সী তরুণ। প্রয়োজনের মুহূর্তে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্যরে অধিকারী এই লেগ স্পিন অলরাউন্ডারের। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনা অব্যাহত রয়েছে বিপ্লবকে নিয়ে।
বাংলাদেশের সবচেয়ে দর্শকপ্রিয় টুর্নামেন্টের ক্রিকেটার বিকিকিনির মঞ্চে তাকে দলভুক্ত করার সুযোগ লুফে নেয় তারকাসমৃদ্ধ দল খুলনা টাইগারস। ফ্র্যাঞ্চাইজিটির স্পিন আক্রমণে মেহেদি হাসান মিরাজকে সতীর্থ হিসেবে পাচ্ছেন বিপ্লব।
জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নজরকাড়া নৈপুণ্যের রেশ না কাটতেই ভারত সফরেও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন শেরপুরের উদিয়মান তরুণ। তিন ম্যাচের সিরিজে সর্বমোট ১০ ওভার বোলিংয়ে নেন ৪ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৮ করে। স্বাগতিক ভারতের বিপক্ষে বিপ্লবের উইকেট শিকার ও ইকোনমি রেট ছাপিয়ে সর্বত্রই আলোচিত হয়েছে তার ২০.০০ গড়ে নেয়ার কৃতিত্ব।
বিগত নভেম্বরে সমাপ্ত সফরের নৈপুণ্য তাকে অধিষ্ঠিত করেছে বাংলাদেশের স্পিন অ্যাটাকের ‘নতুন’ তারকা হিসেবে উদ্ভাসিত হওয়ার হটসিটে।
রায়ান ব্রুল
টি-২০ ফরম্যাটের শীর্ষ পর্যায়ে অভিষেক ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। তবে দীর্ঘ দেড় বছর প্রতীক্ষার পরই তার সৌভাগ্যে ধরা দিয়েছে ক্যারিয়ারের প্রথম ব্রেক-থ্রু। ২০১৯ সালের সেপ্টেম্বর। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে। ঢাকার মিরপুরে টি-২০ সিরিজের উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি দল দু’টি। চমৎকার ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ সূচনায় জয়োৎসবের উত্তাপ টাইগার শিবিরে। জিম্বাবুয়ে টপঅর্ডারের ব্যর্থতার অসহায় দর্শক ব্রুল ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৮ মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারের ‘নতুন দিগন্ত’ নিশ্চিতের পারফেক্ট ইনিংস উপহার দেন। সাকিব-আল-হাসানের এক ওভারে টানা ৫টি ছক্কা ও ১টি বাউন্ডারিতে তার ৩৪ রানের ঝড়ে পিনপতন নীরবতা স্থানীয় দর্শকে ঠাসা স্টেডিয়ামে। সিরিজের অবশিষ্ট দুই খেলায় পারফরম্যান্সের প্রত্যাশাও পূরণ করতে না পারলেও সিঙ্গাপুরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দুই খেলায় ঝড়ো গতির ৪১ ও ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রুল। পার্টটাইমার হিসেবে বল হাতে সফলতার কৃতিত্ব রয়েছে তার ক্যারিয়ারে। লেগস্পিনের ভেলকিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ৪ ম্যাচে ৬ উইকেটও শিকার করেন। মিরপুর তাণ্ডবের পর দ্বিতীয় টি-২০ ম্যাচে জ্বলে উঠতে না পারলেও সিঙ্গাপুরে ব্যাট হাতে ফর্মে প্রত্যাবর্তন মুখ্য ভূমিকা রেখেছে অলরাউন্ডার ব্রুলকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলভুক্তির পেছনে।
লুইস গ্রিওগ্রি
ক্রিজে ব্যাট হাতে ঝড় তোলার জন্মগত প্রতিভার অধিকারী ইংলিশ অলরাউন্ডার। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক পর্যায়ে তার পথচলার সূচনা হয়েছে ২০ ওভারের ফরম্যাটে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে। সিরিজের ৫ ম্যাচের একাদশে থাকার পরও নিজেকে প্রমাণ ক্ষেত্রে বাট-বলে উল্লেখ করার মতো ‘সুযোগ’জোটেনি ২৭ বছর বয়সী পেস অলরাউন্ডারের। জাতীয় দলে পক্ষে সাদামাটা অভিষেক বাদ সাধতে পারেনি তাকে অন্তর্ভুক্ত করতে ২০১৭-১৮ সালের চ্যাম্পিয়ন রংপুরের উচ্চমাত্রার ঝুঁকি গ্রহণে। কারণটা গোপন নয়। সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের সর্বোচ্চ আসর টি-২০ ব্ল্যাস্টের গত আসরে রীতিমতো ব্যাটিংতাণ্ডব চালান লুইস। সমারসেটের জার্সিতে দুই শ’রও বেশি স্ট্রাইক রেটে করেন ৩২৮ রান।
টি-২০ ফরম্যাটের ৮৮ ম্যাচের ফ্রার্স্ট ক্লাস ক্যারিয়ারে লুইসের সংগ্রহ ১ হাজার ৬ রান। স্ট্রাইক রেট ১৪৬ দশমিক ৮৬। ২০ ওভারের খেলায় বোলারদের দুঃস্বপ্ন হিসেবে সুপরিচিত ইংলিশ অলরাউন্ডারের মিডিয়াম পেস বোলিং প্রতিভাও মন্দ নয়। ওভারপ্রতি ৯ রানের কম খরচের পাশাপাশি ৮১ উইকেটও শিকার করেছেন লুইস। সেরা ফিগার ১৫ রানে ৪ উইকেট।


আরো সংবাদ



premium cement