২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘সেঞ্চুরি’ উৎসব অল রেডের

-

দুর্দান্ত লিভারপুল। জিতেছে চলেছে য়ুর্গান ক্লপের দল। প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য নৈপুণ্য অটুট রেখেছে অল রেড খ্যাত লিভারপুল। গত বুধবার ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের খেলায় মাঠে নেমে দলটির ফুটবলাররা জার্মান কোচ ক্লপকে জয়োৎসবের সেঞ্চুরির গৌরব উপহার দিয়েছেন। মৌসুমের ১৪তম বিজয়ে পয়েন্ট টেবিলের একচ্ছত্র আধিপত্যও বজায় রেখেছে অল রেড। অ্যানফিল্ডে অনুষ্ঠিত খেলার প্রথম ৪৫ মিনিটের বিধ্বংসী নৈপুণ্যে দলটি ৫-২ গোলে উড়িয়ে দেয় এভারটনকে। একই দিনের আলোচিত খেলায় সাবেক ক্লাব ম্যানইউ প্রত্যাবর্তনে দুঃস্বপ্ন হজমের অভিজ্ঞতা হয়েছে দ্য স্পেশ্যাল ওয়ান খ্যাত হোসে মরিনহোর। তার অধীনে প্রথমবারের ওল্ড ট্র্যাফোর্ড সফরে টটেনহ্যাম হেরেছে ২-১ গোলে। দুর্দান্ত ডাবলে স্বাগতিকদের পূর্ণ ৩ পয়েন্ট অর্জনের উন্মাদনায় মাতান ইংলিশ স্ট্রাইকার মার্কোস রাশফোর্ড।
হোম ভেনুর ফিকশ্চারের ষষ্ঠ মিনিটেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ডিভোক অরিগি। জাদরান শাকিরি ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। সূচনাতেই অল রেডের দুই গোলের উৎসবের ধাক্কা সাময়িকভাবে সামলে নেয় এভারটন। ২১ মিনিটে এভারটনের পক্ষে ময়েস কেনের এক গোল পরিশোধ নিশ্চিত করেছে খেলায় টান টান উত্তেজনার প্রত্যাবর্তন। তবে বহুল আলোচিত মার্সেসাইড ডার্বি স্মরণীয় করে রাখার সুযোগ হাতছাড়া করতে রাজি হননি বেলজীয় স্ট্রাইকার অরিগি। একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন। আক্রমণভাগের দুই সুপারস্টার রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহর বিশ্রামের ম্যাচে অরিগির ব্যক্তিগত ডাবন ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা রেখেছে ক্লপের প্রিমিয়ার লিগের জয়ের সেঞ্চুরির উচ্ছ্বাসে।
চলতি মৌসুমের ১৫ খেলা শেষে অপরাজিত দলটি ১৪টিতেই জয়োৎসব করেছে। ৮ পয়েন্টের লিড নিয়ে তারা দখলে রেখেছে শীর্ষস্থান। তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ১৪ খেলায় ৩২ পয়েন্ট অর্জন করেছে।
ওল্ড ট্র্যাফোর্ডের খেলার শুরুতেই লিড নেয় স্বাগতিক ম্যানইউ। তাদের একতরফা নৈপুণ্য প্রদর্শনের পরও বিরতির আগেই সমতায় টটেনহ্যাম। ৩৯ মিনিটে সফরকারীদের গোলের উৎসবে মাতান ইংলিশ অ্যাটাকার দেল আলি। ৪৯ মিনিটে রাশফোর্ডের পেনাল্টি গোলে নিশ্চিত দলটির পূর্ণ ৩ পয়েন্ট।

 


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল