১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ম্যান ইউতে রোনালদো

-

জুভেন্টাস যদি এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারে তবে ক্রিশ্চিয়ানো রোনালদো তুরিন ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমাতে পারেন বলেন দাবি করেছেন স্প্যানিশ বিশেষজ্ঞ এডুয়ার্ডো ইন্ডা। একটি টেলিভিশন অনুষ্ঠানে ইন্ডা এই দাবি করেন।
মূলত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাকে টার্গেট করে রিয়াল মাদ্রিদ থেকে এক মৌসুম আগে রোনালদোকে উড়িয়ে এনেছিল জুভেন্টাস। কিন্তু গত মৌসুমের হতাশা থেকে খোদ জুভেন্টাসের মধ্যেই গুঞ্জন ছিল রোনালদো হয়তো তুরিন ছেড়ে চলে যাচ্ছেন।
তার ওপর এবারের মৌসুমটা কোচ মরিজিও সারির অধীনে মোটেই ভালো কাটছে না পর্তুগিজ সুপারস্টারের। আন্তর্জাতিক বিরতির আগে দু’টি ম্যাচে তাকে উঠিয়ে নিয়েছিলেন সারি। বদলি বেঞ্চে যাওয়ার আগে এ সময় রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকাকে মাঠের মধ্যেই বেশ রাগান্বিত হতে দেখা গেছে। যদিও পরবর্তীতে সারি জানিয়েছেন ইনজুরির কারণেই তিনি রোনালদোকে উঠিয়ে নিয়েছিলেন। কিন্তু পর্তুগালের হয়ে নিজেকে ফিট প্রমাণ করে সারির ওই ব্যাখ্যাকে ভুল দাবি করেছেন রোনালদো।
রোববার লুক্সেমবার্গের বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বের শেষ ম্যাচে পর্তুগালের হয়ে রোনালদো ক্যারিয়ারের ৯৯তম গোল করেছেন। একটি বিষয় অনেকটাই নিশ্চিত যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা এবার ঘরে না আসলে মৌসুমের শেষে রোনালদো তুরিন ছেড়ে চলে যাবেন। রিয়াল মাদ্রিদ থেকে ২০১৮-এর গ্রীষ্মে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। মৌসুমে মাত্র ১২টি গোল করা সত্ত্বেও তার দল সিরি-এ শিরোপা ঠিকই ধরে রেখেছিল। নতুন মৌসুমে এ পর্যন্ত তার কাছ থেকে এসেছে পাঁচটি গোল।
ইন্ডা আরো দাবি করেছেন রোনালদো চলে গেলে জুভেন্টাস ম্যান ইউ থেকে পল পগবা কিংবা ও পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে চেষ্টা করবে।

 


আরো সংবাদ



premium cement