১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জ্বলে উঠতে চান সামি

-

ইডেন টেস্টেও জ্বলে উঠতে চান ভারতীয় পেসার মোহাম্মদ সামি। গোলাপি বলের ঐতিহাসিক খেলায় সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা অটুট রাখতে ব্যক্তিগত গেমপ্ল্যান ঠিক করে ফেলেছেন ভারতীয় সুপারস্টার। সিরিজের দ্বিতীয় টেস্টের উইকেটে পারফরম করার ক্ষেত্রে ‘পারফেক্ট লেন্থ’ সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সামির কাছে। পিচের চরিত্র সম্পর্কে অবগত হওয়ার লেন্থে যে ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত ভারতের তারকা বোলার। স্টার স্পোর্টসের একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে সামি কলকাতা টেস্টেও পারফরম করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় করেন।
বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের উদ্বোধনীতে ভারতের একচ্ছত্র আধিপত্যের ইনিংস ব্যবধানের জয়ে মুখ্য অবদান রেখেছে সামির দুর্দান্ত নৈপুণ্য। দুই ইনিংস মিলিয়ে নেন ৭ উইকেট। উপমহাদেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির দ্বৈরথ কলকাতা টেস্ট সামনে রেখে সামি বলেন, ‘উইকেট চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বোলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ পিচ কেমন আচরণ করছে সে বিষয়ে যতটা সম্ভব সঠিক ধারণা অর্জন। সেøা পিচে আক্রমণাত্মক হওয়ার ক্ষেত্রে আমি মোটেও ভীত নই। এক্ষেত্রে ব্যাটসম্যান বিপাকে পড়ে যান। তখন আমি পারফেক্ট লেন্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। মূলত পরিস্থিতি ঝুঝে লেন্থের ক্রমাগত পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার কাজটি দ্বিতীয় ম্যাচেও আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।’
ইডেনের উইকেটে গোলাপি বলের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার অতীত অভিজ্ঞতা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে সামির সিরিজের শেষ ম্যাচে জ্বলে ওঠার মিশনে। ২০১৬ সালে কলকাতা সুপার লিগের খেলায় মোহনবাগানের জার্সিতে প্রতিনিধিত্ব করেন দিবা-রাত্রির খেলায়। প্রথম ইনিংসে তার একার বোলিং তোপেই ম্যাচ থেকে ছিটকে যায় ভবানীপুর। দলটির ১৫৩ রানে অলআউটের পেছনে এক্স ফ্যাক্টর ভূমিকা পালন করে সামির ৪২ বলে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও বল হাতে সাফল্যের দেখা পান ভারতীয় সুপারস্টার। নেন ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার ৭ উইকেট শিকারের খেলায় মোহনবাগান জয়ী হয় ২৯৬ রানে।


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল