২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফুটবল দলের ক্যাম্প ২১ নভেম্বর থেকে এস এ গেমস

-

ওমানের কাছে বিশ^কাপ বাছাইপর্বে এ বছরের শেষ ম্যাচে ১-৪ গোলে হারা বাংলাদেশ দল এখন ছুটিতে। সবাই এখন নিজ ক্লাবের হয়ে দলবদলে ব্যস্ত। তবে ২১ নভেম্বর থেকে আবার জাতীয় দলের ক্যাম্প উঠবেন ফুটবলাররা। তা অনূর্ধ্ব-২৩ দলের ব্যানারে। ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু এবং পোখারাতে অনুষ্ঠিত হবে এস এ গেমস ফুটবল। গেমসের ফুটবলও শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এবার বাংলাদেশ দলের ফুটবলে স্বর্ণ পুনরুদ্ধারের মিশন। এই লক্ষ্যে ২১ নভেম্বর থেকে ক্যাম্প শুরু হবে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের। অবশ্য দলে সিনিয়র কোটায় খেলবেন জামাল ভূঁইয়া, ইয়াসিন খান ও নাবিব নেওয়াজ জীবন। ওমানের সাথে খেলা সিনিয়র জাতীয় দলের মূল একাদশের ছয় ফুটবলার আছেন অনূর্ধ্ব-২৩ বছরের মধ্যে। জানান কোচ জেমি ডে। এ ছাড়া পুরো স্কোয়াডের ১৫-১৬ জনই এস এ গেমসে অংশ নিতে পারবেন। ২০ সদস্যদের ফুটবল দলে গোলরক্ষক থাকবেন তিনজন। পোস্টের নিচে কোচের আস্থা বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকোর উপর। যেহেতু জাতীয় দলের ফুটবলারদেরই আধিক্য থাকবে গেমসের ফুটবল দলে তাই তাদের নেপাল যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচের তেমন সম্ভাবনা নেই বলে জানান ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। উল্লেখ্য, ২০১০ সালে স্বর্ণ জেতা বাংলাদেশ ফুটবল দল ২০১৬ সালে গলায় তোলে ব্রোঞ্জ পদক। তাদের প্রথম স্বর্ণ জয় ১৯৯৯ সালে। তখন সিনিয়র দল খেলত গেমস ফুটবলে।

 

 


আরো সংবাদ



premium cement