১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হিমেল-টিটু মোহামেডানে

-

দলগঠন প্রায় শেষ মোহামেডানের। রোববার থেকে ঐতিহ্যবাহী ক্লাবটির অনুশীলন শুরু হওয়ার কথা। গত বছর ক্লাবটি ভুগেছিল গোলরক্ষক সমস্যায়। চার গোলরক্ষক খেলিয়েও বাজে গোল হজম ঠেকানো যাচ্ছিল না। পরে সাইফ স্পোর্টিং থেকে লোনে লিংকনকে এনে কোনোমতে রেলিগেশন এড়ানো। তাই এবার ভালো গোলরক্ষক নিয়েছে তারা। জাতীয় দল থেকে সদ্য বাদপড়া কিপার মাজহারুল ইসলাম হিমেলকে নিয়েছে তারা। সাথে জাতীয় দলের সাবেক এবং প্রায় সব বড় বড় দলে খেলা অভিজ্ঞ কিপার তিতুমীর চৌধুরী টিটুকেও সাথে রেখেছে। গত বছর টিটু চমৎকার খেলেন রহমতগঞ্জের হয়ে। গত মওসুমে ম্যাচের সময় হাত ভেঙে যাওয়া আহসান হাবিব বিপুও আছেন গোলরক্ষক হিসেবে। সাথে সেনাবাহিনীর জসিমও। হিমেলকেই অধিনায়কত্ব দেয়া হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। তারুণ্যনির্ভর দলটিতে বিদেশী হিসেবে গত বছর খেলে যাওয়া মালির সোলেমান, জাপানের উরু আছেন। সাথে যোগ হচ্ছেন মালির উসমানে, নাইজেরিয়ার আনকোচো ও অরি ওগোচুকু। ব্রিটিশ কোচ শেন লেনের সাথে এবার বিদেশী ট্রেইনারও নিয়েছে ক্লাবটি। এই ট্রেইনারও ব্রিটিশ। নাম জেমস ম্যাকলিন।

 


আরো সংবাদ



premium cement