১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আজ ড্র করলেই চ্যাম্পিয়ন

-

প্রথম আসরে ভিন দেশে অংশ নিয়ে তৃতীয় হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল এবার নিজ দেশে দ্বিতীয় আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। চার দেশের অংশগ্রহণে উয়েফা অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্টে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মালদ্বীপের বিপক্ষে ন্যূনতম ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের কিশোররা। আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। তার আগে বিকেল ৪টায় খেলবে কম্বোডিয়া বনাম ফারো আইল্যান্ড।
গত শুক্রবার টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তার আগে বুধবার উদ্বোধনী দিনে কম্বোডিয়াকে হারিয়েছে ২-০ গোলে। ফারো আইল্যান্ড ১০-৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে। সেই মালদ্বীপকে আনায়াসেই হারানোর ক্ষমতা রাখে লাল-সবুজের কিশোররা। দুই ম্যাচে চার গোল করা মঈন জানালেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামব। ড্র করা কিংবা এক পয়েন্টের জন্য খেলব। পূর্ণ তিন পয়েন্টের জন্য আমরা সবাই মুখিয়ে আছি এবং অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই। যে ফারো আইল্যান্ড তাদের ১০ গোল দিয়েছে, সেই ফারোকে আমরা ৩ গোল দিয়েছি। আত্মবিশ্বাসের জ্বালানিটা সেখান থেকেই এসেছে। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি।’
বিশ^ ফুটবলের সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তি হচ্ছে ইউরোপ। সে ক্ষেত্রে বিশ^ ফুটবলে সবচেয়ে দুর্বল শক্তি হচ্ছে এশিয়া। আর এই পার্থক্য কমাতেই কাজ করছে ফিফা। জুনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে তারা ইউয়েফার অর্থায়নে অনূর্ধ্ব-১৬ বালক টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টের নিয়ম হচ্ছে প্রতি বছরই ভিন্ন ভিন্ন দেশে চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আসরটি। তিনটি দল থাকবে এশিয়ার, বাকি দলটি হবে ইউরোপের। ২০১৮ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় এই আসর। ভেনু ছিল থাইল্যান্ড। তাতে অংশ নিয়েছিল মালদ্বীপ, থাইল্যান্ড, সাইপ্রাস ও বাংলাদেশ। ইউরোপের দল সাইপ্রাস হয়েছিল চ্যাম্পিয়ন, আর বাংলাদেশ হয়েছিল তৃতীয়। ওই প্রতিযোগিতায় থাইল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর মালদ্বীপকে হারিয়েছিল ১০-০ গোলে। তবে সাইপ্রাসের কাছে হেরেছিল ৪-০ গোলে। এবার লাল-সবুজদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।


আরো সংবাদ



premium cement
বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

সকল