২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রথম ইনিংসে বড় সংগ্রহ চান প্লাসিস

-

ব্যাটসম্যানদের খোলস ছেড়ে বেরিয়ে আসার আহবান জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লাসিস। ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটের লড়াইয়ে প্রত্যাশিত ফলাফল অর্জনে প্রথম ইনিংসে বড় সংগ্রহের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন সফরকারী অধিনায়ক। সিরিজের তিন তৃতীয় টেস্ট সামনে রেখে বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্লাসিস। আগামীকাল শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ফরম্যাটের তিন খেলার ট্রফি লড়াইয়ের
শেষ দ্বৈরথ। রাচিতে মুখোমুখি হবে দল দু’টি।
প্লাসিস বলেন, ‘প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে হবে। স্কোরবোর্ডে রান বেশি হলে যে কোনো কিছুই সম্ভব। আমাদের জন্য প্রথম ইনিংসের সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরের ইনিংসে কী ঘটল তা খুববেশি প্রভাব রাখতে পারবে না ম্যাচের ফলাফলে।’
পুনেতে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার অসহায় হারে ইতোমধ্যেই টেস্ট সিরিজের ট্রফি নিশ্চিত হয়ে গেছে ভারতের। তিন খেলার সিরিজে দলটি লিড নিয়েছে ২-০ ব্যবধানে। ফলে সিরিজের তৃতীয় দ্বৈরথ তাদের জন্য পরিণত হয়েছে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে। যদিও পুনে টেস্ট শেষে তৃতীয় ম্যাচও জেতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভারতের অধিনায়ক কোহলি।
তিন ম্যাচের সিরিজের উদ্বোধনীতে ব্যাট হাতে লড়াকু নৈপুণ্য প্রদর্শন করলেও পরবর্তী তিন ইনিংসেই চরম ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইউনিট। বিশেষ করে পুনে টেস্টে ব্যাট হাতে মাঠে যাওয়া-আসা করেই কাটান সফরকারী ব্যাটসম্যানেরা। অন্য দিকে স্বাগতিক ভারতের ব্যাটিং ইউনিট দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে সিরিজের প্রথম খেলায়। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পারফরম্যান্স থেকে শিক্ষা অর্জনে উঁচু মাথার টেস্ট সিরিজের সমাপ্তি নিশ্চিত করার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রতি আহবান রেখেছেন প্লাসিস। তিনি বলেন, ‘পারফেক্ট প্রস্তুতি সম্পন্নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকারী ব্যাটসম্যানদের জন্য শেখার অনেক কিছুই রয়েছে ভারতের পারফরম্যান্স থেকে। আশা করি শেষ টেস্টে নতুন দক্ষিণ আফ্রিকার দেখা মিলবে।’

 


আরো সংবাদ



premium cement