১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জামাল ভূঁইয়ার সঙ্কল্প

-

প্রথমে কাতার তারপর ভারত। কয়েক দিনের ব্যবধানে ফুটবলটা যেন প্রেমীদের আত্মার কাছাকাছি জায়গা করে নিচ্ছে। জয় না পেলেও খেলাটা যে ভালো হয়েছে তা জনে জনে বুঝানোর প্রয়োজন নেই। তার উপর অধিনায়ক জামাল ভূঁইয়া ভবিষ্যতের জন্য মসলাও তৈরি করে রাখলেন। বললেন, ঘরের মাঠে হারাতে চান ভারতকে।
প্রতিবেশীদের স্টেডিয়ামে জয়টা হাতছাড়া হয়েছে দুই মিনিট বাকি থাকতে। ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে এমন একটি জয়ের সুযোগ আবার কবে আসবে জানা নেই। গত মঙ্গলবার কলকাতার সল্ট লেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ৪২ মিনিটে গোল দিয়ে ৮৮ মিনিটে গোল হজম করে ভারতকে হারানোর সুযোগ খুইয়েছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারী সমর্থকরা হতাশ হয়েছে শেষ মুহূর্তে গোল হজমে। বাংলাদেশের খেলোয়াড়ও আপসোসে পুড়েছেন ম্যাচের পর। অধিনায়কের আফসোস, ‘আমাদের সবার মন খারাপ। খুব কষ্ট পেয়েছি। জয়ের এত কাছে গিয়েও ফিরে আসতে হলো। নার্ভাস কিংবা ক্লান্তি কোনোটাই নয়। সময় যখন শেষ হয়ে আসছিল তখন ভারত তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল। তারা সফল হয়েছে। ফুটবলে এমন তো হয়ই। আমরা ভালো খেলেছি, জেতার মতো খেলেছি। শুধু জয়টা পাইনি। ফুটবল বেশি দর্শকের সামনে খেলে আনন্দও আছে। ৯০ মিনিটের ম্যাচে আমরা এগিয়েছিলাম। সব কিছুই ঠিক ছিল। আরেকটা গোল হয়ে গেলে ভারত আর ম্যাচে ফিরতে পারত না।’
ঢাকার ম্যাচ নিয়ে উৎসাহ এবং আশার বাণীই শুনালেন, ‘ঢাকায় আমরা জিতব, হান্ড্রেড পার্সেন্ট। আগামী বছর ৪ জুন ম্যাচটি হবে। তার আগে আমরা আরো তিনটি ম্যাচ খেলব। আগামী মাসেই আমাদের ম্যাচ আছে ওমানে। তাদের মাঠে গিয়ে আমাদের খেলতে হবে।’
জেমি ডের হাত ধরে একটু একটু করে বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ে উঠেছে এবং আশাজাগানিয়া পারফরম্যান্স করে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। ৩ ম্যাচ শেষে প্রথম পয়েন্ট তারা পেল ভারতের মাটিতে। কলকাতার সল্ট লেকে ১-১ গোলে দুর্দান্ত ড্র সামনের দিনের জন্য বাংলাদেশকে করে তুলেছে আরো বেশি আত্মবিশ্বাসী। দলের ইংলিশ কোচের মনে প্রশান্তির হাওয়া বইছে। বাছাইয়ের প্রত্যেক ম্যাচে কোচ ও খেলোয়াড়রা চাপে থাকে। তবে জেমি এখন কিছুটা নির্ভার। কলকাতায় প্রায় ৮০ হাজার দর্শকের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ, তাতে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন কোচ। জিততে না পারার আক্ষেপ কিছুটা থাকলেও কয়েক দিনের মানসিক চাপের ধকল শেষে প্রশান্তিই এনে দিয়েছে ওই ১ পয়েন্ট। তাতে নাকি প্রশান্তির এক ঘুম দিয়েছেন এই ফরেন কোচ, ‘হ্যাঁ, রাতে ভালো ঘুম হয়েছে। এই ম্যাচের পর ভালো ঘুম হওয়াই তো স্বাভাবিক। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আর একটু হলে তো ৩ পয়েন্টই পেতে পারতাম। সামনের দিকেও ভালো করতে চাই।’
ভারত ম্যাচে বিজয় গাথা লেখা না হলেও আত্মবিশ্বাসে ঘাটতি হয়নি। আগামী ১৪ নভেম্বর ওমানের মাঠে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ নিয়ে জেমি বলেন, ‘এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। ওমানের বিপক্ষে খেলা। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরের ধাপগুলোতে বরং এর চেয়েও বেশি।’
এদিকে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের পর খুশি হতে পারেনি ভারতীয় দলটি। স্বপ্নের বুননে বাঁধা হয়ে পড়েছে লাল সবুজরা। অধিনায়ক সুনীল ছেত্রী হতাশা জানিয়েছেন ম্যাচের পর। তবে বাংলাদেশের গোলরক্ষককে নিয়ে প্রশংসাই করেছেন। ‘দর্শকরা খেলা উপভোগ করেছে কিন্তু আমরা খুশি নই। প্রচুর সুযোগ তৈরি হয়েছে কিন্তু আমরা গোল করতে পারিনি। আমার মতে বাংলাদেশের গোলকিপারই ম্যাচ সেরা।

 


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল