২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাকিব থাকছেন না দ্বিতীয় পর্বেও

-

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফাইনালসহ সেখানে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি।
ফাইনালে বার্বাডোজ ট্রাইডেন্টস ২৭ রানে গায়ানা আমাজান ওয়ারিয়র্সকে হারিয়ে দিলে শিরোপা স্বাদ নিয়েই দেশে ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার। যদিও ওই জয়ে বড় কোনো ভূমিকাই রাখতে পারেননি সাকিব। বোলিংয়ে উইকেটশূন্য সাকিব ব্যাট হাতে সংগ্রহ করেছেন মাত্র ১৫ রান। তবে ব্যাট-বলের নৈপুণ্য দিয়ে নিজ দলকে ফাইনালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার।
দেশে ফিরেই মাঠে নামছেন না সাকিব। এনসিএলের দ্বিতীয় পর্বে খেলা থেকে বিরত থাকবেন তিনি। দেশের বিভিন্ন স্থানের চারটি ভেনুতে আজ শুরু হচ্ছে চার দিনের ম্যাচের প্রথম শ্রেণীর ঘরোয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণের আগে এই টুর্নামেন্ট দিয়েই শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের অন্য সিনিয়র সদস্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরা।
ভারত সফরের প্রস্তুতির জন্য শিগগিরই ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দল। ফলে এনসিএলে আর খেলা হচ্ছে না সাকিবের। ভারত সফরকালে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিবে বাংলাদেশ।
এ দিকে এনসিএলের এই দ্বিতীয় পর্বে খেলতে পারছেন না বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম ও পেসার এবাদত হোসেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সদ্য শ্রীলঙ্কা সফর করে আসা এবাদতের ছুটি মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। মায়ের অস্ত্রোপচারের সময় তার পাশে থাকার জন্য ছুটির আবেদন করেছেন সাদমান।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে বল করা এবাদত বিশ্রাম চায়। আমরাও মনে করি তার বিশ্রামের দরকার। সুতরাং আসন্ন এনসিএলের দ্বিতীয় পর্বে সে থাকছে না।
খুব শিগগিরই সাদমানের মায়ের অস্ত্রোপচার হবে। এ সময় সে তার মায়ের কাছে থাকতে চায়। সুতরাং মানবিক কারণেই এই লিগে খেলার চেয়ে মায়ের পাশে থাকাটা তার জন্য জরুরি।’


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল